আফগানিস্তান এখন বড় টি-টোয়েন্টি দল: সাকিব
আফগানিস্তানের কাছে ত্রি-দেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের দুর্ভাগ্য যেন কাটছেই না। রোববারও মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আফগানিস্তানের কাছে টানা চতুর্থ ম্যাচে হারল টাইগাররা।
ম্যাচ হারার পর বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের বিশ্লেষণটা এরকম,“আফগানিস্তান টি-টোয়েন্টির বড় দল। আইসিসির র্যাংকিং-এ ওরা আছে সপ্তমে, আমরা দশম। দেরাদুনের ম্যাচেও ওরা ভালো খেলেছে। এখানে এসেও ওরা আবার প্রমাণ করল যে, ওরা টি-টোয়েন্টির বড় দল।”
আফগানরা পরপর ১২টি টি-টোয়েন্টিতে অপরাজেয় থেকে নিজেদের রেকর্ড ভেঙেছে, কতটা দাপট ওদের টি-টোয়েন্টিতে সেটা এ হিসাব থেকেই বোঝা যায়।
রবিবার (১৫ সেপ্টেম্বর) টসে জিতে ব্যাটিং নেয় আফগানরা। পাওয়ার-প্লে-এর মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেললেও, পরে মাত্র ৬ উইকেট খুইয়ে ১৬৪ রান তোলে ওরা। কৃতিত্বের বেশিরভাগটাই আফগানদের সাবেক অধিনায়ক মোহাম্মদ নবীর। তিনি তিনটি চার ও সাতটি ছয়ের দারুণ এক ইনিংস খেলে ৫৪ বলে ৮৫ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ দ্রুতই কয়েকটি উইকেট হারায়। সে আঘাত থেকে দল আর ঘুরে দাঁড়াতে পারেনি। মাঝে পঞ্চম উইকেট জুটিতে মাহমুদউল্লাহ রিয়াদ ও সাব্বির রহমান ৫৮ রান করে খানিকটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু দুজন পরপর আউট হয়ে যাবার পর টাইগারদের ইনিংস ভেঙে পড়ে হুড়মুড় করে।
সাকিব স্বীকার করছেন, দলের ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল। সেটা করতে ব্যর্থ হয়েছেন তারা।
“বলতে গেলে, খেলাটা ওদের হাতে তুলে দিয়ে এসেছি আমরা,” বললেন বাংলাদেশ অধিনায়ক।
দল আত্মবিশ্বাসহীনতায় ভুগছিল, এটাও বলছেন তিনি। তাই প্রথমবারের মতো মুশফিকুর রহিমকে ওপেনিং-এ নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এবারই প্রথম ওপেন করলেন মুশফিক।
মুশফিককে শুরুতে নামানোর কৌশল নিয়ে সাকিব বললেন, “দলেরই সিদ্ধান্ত ছিল ওকে শুরুতে নামানোর। আমাদের টপ-অর্ডার ভালো খেলছিল না। তাই চেয়েছিলাম আফগানরা যেন আমাদের অভিজ্ঞ খেলোয়াড়দের আগে খেলে নেয়।”
কৌশলটা যে আপাতত কাজে দেয়নি তা দলের পরাজয়ে সুস্পষ্ট। সামনে আছে টি-টোয়েন্টি ক্রিকেটের চট্টগ্রাম-পর্ব। সেখানে ২০ সেপ্টেম্বর জিম্বাবুয়ে এবং ২১ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা।
কোন দিকটা চট্টগ্রাম-পর্বে খেয়াল রাখবেন তা নিয়ে সাকিব বললেন, “আমরা অনেক বেশি অতিরিক্ত রান দিয়েছি।”
সাকিব যোগ করলেন, “প্রথম দশ ওভারে খুব দারুণ বল করেছি আমরা। কিন্তু শেষ ১০ ওভারে ওরা ১০৬ রান করে ফেলেছে। এমন উইকেটে সেটা মানা কঠিন।”
বোলাররা তবু ভালো শুরু এনে দিয়েছিলেন। পাওয়ার-প্লে খেলার সময় পরপর চারটি আফগান উইকেট ফেলে দিয়ে। কিন্তু মাহমুদউল্লাহ-সাব্বির জুটি বাদে ব্যাটসম্যানরা একেবারেই দাঁড়াতে পারেননি। সে ব্যর্থতা মেনে নিয়ে সাকিব বললেন, “আমরা দায়িত্ব নিতে ব্যর্থ হয়েছি।”
এসব ভুলত্রুটি আগামীতে কাটিয়ে উঠতে পারলেই দলের আত্মবিশ্বাস ফিরে আসবে। দল ফিরবে জয়ের ধারায়। তা সে আফগানরা টি-টোয়েন্টির যত বড় দলই হোক না কেন।