জুভেন্টাস-চেলসির হোঁচট, জয়ে ফিরল সিটি
ক্লাব ফুটবলে হতাশার রাতই গেল। জায়ান্ট দলগুলোকে হতাশায় ডুবিয়েছে অপেক্ষাকৃত কম শক্তির দল। লা লিগায় রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা হেরেছে। সিরি 'এ'তে হোঁচট খেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোবিহীন জুভেন্টাস।
ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে হতাশায় ডুবতে হয়েছে চেলসিকে। তবে এই রাতেই দারুণ ফুটবল খেলে জয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি। বুন্দেসলিগায় জয়ে পেয়েছে বায়ার্ন মিউনিখ।
শনিবার ক্রোতোনের মাঠে খেলতে গিয়েছিল জুভেন্টাস। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ঘরের মাঠে তিনটি গোল করেও জিততে পারেনি চেলসি। সাউদাম্পটনও তিনবার চেলসির জালে বল পাঠায়। ৬ গোলের ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে।
একই রাতে কষ্টের জয় পেয়েছে ম্যানটেস্টার সিটি। রহিম স্টার্লিংয়ের করা একমাত্র গোলে আর্সেনালকে ১-০ গোলে হারিয়েছে ম্যাচ সিটি। নিউক্যাসলের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। পয়েন্ট খুইয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লিভারপুল। এভারটনের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছেন সালাহ-মানেরা।
জায়ান্ট দলগুলোর হতাশার রাতে বায়ার্ন মিউনিখ দাপুটে জয় তুলে নিয়েছে। আর্মিনিয়াকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। দুটি করে গোল করেন টমাস মুলার ও রবার্ট লেভানডোভস্কি। ৭৬ মিনিটে ১০ জনের দলে পরিণত হলেও প্রতিপক্ষকে সুযোগ দেয়নি জার্মান চ্যাম্পিয়নরা।
ম্যাচের ৮ মিনিটেই গোল করে বায়ার্নকে এগিয়ে দেন মুলার। ২৫তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন বায়ার্নের পোলিশ স্ট্রাইকার লেভানডোভস্কি। প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন লেভানডোভস্কি। ৫১তম মিনিটে ব্যবধান ৪-০ করেন মুলার। আর্মিনিয়ার পক্ষে ৫৮তম মিনিটে একমাত্র গোলটি করেন রিটসু ডোয়ান।