চোট পেয়ে মাঠের বাইরে মুশফিক
ইয়াসির আলী রাব্বির দোমনা শটে লাফিয়ে ওঠা বলটি গ্লাভসবন্দি করতে পারলে বাহবাই পেতেন মুশফিকুর রহিম। ক্যাচটি হতে পারতো ম্যাচের সেরা। কিন্তু অনেক দূর থেকে ঝাঁপিয়ে পড়েও বল হাতে নিতে পারেননি মুশফিক। উল্টো ডান কাঁধে এমন চোট পেলেন এই উইকেটরক্ষক যে, সঙ্গে সঙ্গে মাঠ ছাড়তে হলো তাকে।
বুধবার মিরপুরে বিসিবি প্রেসিডেন্টস কাপের ম্যাচে তামিম একাদশকে ১৬৪ রানের লক্ষ্য দিয়ে নাজমুল একাদশ তখন ফিল্ডিংয়ে। ২৬তম ওভারে ইয়াসিরের ব্যাট ছুঁয়ে বল চলে যায় শর্ট থার্ডম্যানের দিকে। উইকেটের পেছন থেকে দৌড়ে ক্যাচ নিতে যান মুশফিক। দূরত্ব থাকায় ডাইভ দিতে হয় তাকে। বল গ্লাভস ছুঁলেও হাতে রাখতে পারেননি তিনি।
মনে হয়েছিল ক্যাচ না নিতে পারার হতাশায় শুয়ে আছেন মুশফিক। কিন্তু মুশফিক না উঠলে সতীর্থরা এগিয়ে যান। পরে বোঝা যায় ডান কাঁধে ব্যথা পেয়েছেন তিনি। তখনই ডান হাত ঝুলিয়ে মাঠ ছাড়েন অভিজ্ঞ এই ক্রিকেটার। ড্রেসিংরুমে ফিরে প্রাথমিক চিকিৎসা নেন মুশফিক।
মাঠ ছাড়লেও মুশফিকের চোট গুরুতর নয় বলে জানিয়েছেন নাজমুল একাদশের ম্যানেজার জামাল উদ্দিন। তিনি বলেছেন, 'মুশফিককে বরফ দিয়ে রাখা হয়েছে। গুরুতর মনে হচ্ছে না। এক্সরে করা লাগবে বলেও মনে হচ্ছে না। পড়ে যাওয়াও ব্যথাটা লেগেছে। কাল দেখার পর ভালোভাবে বোঝা যাবে। খেলতে পারবে বলে আশা করা যায়।'
বিসিবি প্রেসিডেন্টস কাপের প্রথম ম্যাচে রান না পেলেও পরের তিন ম্যাচে ব্যাট হাতে দারুণ ধারাবাহিক ছিলেন মুশফিক। এখন পর্যন্ত টুর্নামেন্টের একমাত্র সেঞ্চুরিয়ান তিনিই। তামিমের দলের বিপক্ষে প্রথম সাক্ষাতে ১০৩ রানের ইনিংস খেলেন তিনি। পরের ম্যাচে করেন ৫২ রান। বুধবারও তার ব্যাট থেকে এসেছে ৫১ রান।