তামিমের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
কিঞ্চিৎ সম্ভাবনা জাগলেও তেমন হয়নি, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন তামিম ইকবাল। দুই দফায় বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বিসিবির নির্বাচকদের কাছ থেকে সময় চাওয়া অভিজ্ঞ এই ওপেনার শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, তার আন্তর্জাতিক ক্রিকেট অধ্যায় শেষ, বাংলাদেশের হয়ে আর খেলবেন না তিনি।
দেশের ইতিহাসের সেরা ওপেনারের বিদায়ে অনেক সতীর্থই প্রতিক্রিয়া জানিয়েছেন। মুশফিকুর রহিম জানিয়েছেন, তামিমের অর্জনে তিনিও গর্বিত। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, তামিমের মতো কিংবদন্তি ব্যাটসম্যানের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে পেরে তিনি গর্বিত। প্রতিক্রিয়া জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, সৌম্য সরকাররা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এসব পোস্ট হুবুহু তুলে ধরা হলো-
মুশফিকুর রহিম
"তামিম, তোর অবসরের মুহূর্তে বলতে চাই, তোর অর্জনগুলো নিয়ে আমি কতোটা গর্বিত। দোস্ত, তুই বাংলাদেশের ক্রিকেটের অসাধারণ একজন দূত ও বিশ্বমানের ব্যাটার ছিলি। দুবাইয়ে আমাদের সেই জুটির কথা সব সময় মনে থাকবে আমার, বিশেষ করে যখন তুই ভেঙে যাওয়া আঙুল নিয়ে ব্যাটিং করেছিলি। এট তোর দেশের প্রতি নিবেদন এবং ক্রিকেটের প্রতি ভালোবাসার প্রকৃত উদাহরণ। অবসের শুভ কামনা দোস্ত। মাঠে তোকে মিস করবো, তবে ক্রিকেটের মাধ্যমে এমন একজন অসাধারণ বন্ধু পাওয়ার জন্য আমি চিরকৃতজ্ঞ।"
নাজমুল হোসেন শান্ত
"প্রিয় তামিম ভাই, আপনার নেওয়া সিদ্ধান্তকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। ২০১৬ সালে আবাহনীর হয়ে প্রথমবার আপনার সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করা থেকে শুরু করে জাতীয় দলে একসঙ্গে খেলার সুযোগ, আপনার কাছ থেকে শিখেছি অসংখ্য কিছু। আপনার ক্রিকেটীয় মেধা, সহ-খেলোয়াড়দের প্রতি আপনার যত্নশীলতা ও উদারতা আমাকে বারবার মুগ্ধ করেছে।
আপনার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত অবশ্যই আপনাকে ভাবতে হয়েছে এবং সেটিকে আমি শ্রদ্ধা জানাই। তবে ড্রেসিং রুমে এবং ২২ গজে আপনার সঙ্গ আমরা ভীষণভাবে মিস করব। আমি গর্বিত যে এমন এক কিংবদন্তি ব্যাটারের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার সুযোগ পেয়েছি এবং জাতীয় দলে আপনার সঙ্গে খেলতে পেরেছি। দোয়া করি, আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের সময়গুলো আনন্দময় হোক। ভালো থাকবেন, তামিম ভাই।"
মেহেদী হাসান মিরাজ
"একটি যুগের সমাপ্তি- তামিম ভাই, আপনি আমাদের সবার জন্য প্রেরণার বাতিঘর ছিলেন। আপনার ক্রিকেটের প্রতি আবেগ, নিষ্ঠা এবং অবিচল নেতৃত্ব এমন একটি ছাপ রেখে গেছে, যা কথায় প্রকাশ করা সম্ভব নয়। আপনার কাছ থেকে পাওয়া শিক্ষা, শুধু ক্রিকেট নয়, জীবনের দিক থেকেও; সেটা জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব। খেলা, ভক্তরা এবং যাদেরই আপনি স্পর্শ করেছেন, সবাই আপনার উপস্থিতিকে খুব মিস করবে। সবকিছুর জন্য অসংখ্য ধন্যবাদ। তামিম ভাই, আপনার লিগ্যাসি চিরকাল বেঁচে থাকবে।"
লিটন কুমার দাস
"তামিম ভাই, আপনার সঙ্গে ইনিংস উদ্বোধন করা আমার জন্য সত্যিই সৌভাগ্যের ব্যাপার ছিল। একই ড্রেসিংরুম শেয়ার করা, ভাবনা ভাগাভাগি করা এবং একসঙ্গে দেশের প্রতিনিধিত্ব করা; আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। আপনি হয়তো আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন, কিন্তু আমাদের এবং আগামী প্রজন্মের জন্য পথ তৈরি করে গেছেন। আপনি এমন একটি লিগ্যাসি এবং উচ্চমান সেট করেছেন, যা আমাদের সবার জন্য প্রেরণা। জাতীয় দলে আপনার উপস্থিতি আমরা মিস করব, তবে জানি, আপনি আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং আগের মতোই নির্দেশনা দেবেন। দারুণ সব স্মৃতির জন্য ধন্যবাদ তামিম ভাই।'
সৌম্য সরকার
"নতুন শুরুর জন্য এবং অসংখ্য স্মৃতির জন্য শুভেচ্ছা। অবসর মানে শেষ নয়, এটি একটি সুন্দর নতুন অধ্যায়ের শুরু। সামনের যাত্রা উপভোগ করার জন্য শুভ কামনা। অবসরে শুভেচ্ছা ভাই। মাঠে আাপনাকে খুব মিস করব।"