‘এক সেলফি ১০০ রুপি’: ভারতে ছবির জন্য পোজ দিয়ে ক্লান্ত রুশ নারীর অভিনব সমাধান
ভারতে আসা বিদেশি পর্যটকদের সঙ্গে ছবি তুলতে প্রায়ই আগ্রহ প্রকাশ করেন স্থানীরা। মাঝে মাঝে তাদের আগ্রহের মাত্রা বেড়ে গেলে বিদেশিরা একটু বিরক্তই হন। সেই ঝামেলা এড়াতে অভিনব এক উপায় বের করেছেন এক রুশ পর্যটক।
ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, ওই রুশ নারী সেলফি তোলার জন্য তার কাছে আসা প্রত্যেক ভারতীয়ের কাছ থেকে ১০০ রুপি করে নেওয়ার ঘোষণা দিয়েছেন।
ওই নারী ইনস্টাগ্রামে (আইডির নাম: @angelinali777) একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তাকে বলতে দেখা যায়: 'ম্যাম, প্লিজ, একটা ছবি। একটা ছবি, প্লিজ! এসব নিয়ে আমরা ক্লান্ত হয়ে পড়েছি। আমার কাছে একটা সমাধান আছে।' কথাটা বলে তিনি একটি কাগজের টুকরো তুলে ধরেন, যাতে লেখা: '১ সেলফি ১০০ টাকা'।
ভিডিওতে দেখা যায়, ওই নারী সৈকতে সাইনবোর্ডটি ধরে রাখেন। এ সময় বেশ কয়েকজন ভারতীয় পুরুষ তার সঙ্গে ছবি টাকা দিয়ে তোলেন। তিনি সাইনবোর্ডটি ধরে রাখার সাথে সাথে তারা তার পাশে পোজ দেন।
ভিডিওর ক্যাপশনে ওই নারী লিখেছেন: 'এখন আমরা সবাই খুশি। ভারতীয়রা বিদেশির সঙ্গে ছবি তুলেছেন। আর বিদেশিরা ক্লান্ত হয়নি, কারণ তারা সেলফির বিনিময়ে টাকা পাচ্ছে। এই সমাধানটা কেমন?'
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অপরিচিত ব্যক্তির সঙ্গে টাকার বিনিময়ে ছবি তুলতে দেখে অনেকেই অবাক হয়েছেন। ওই রুশ নারীর অভিনব, সৃজনশীল চিন্তা দেখে প্রশংসাও করেছেন অনেকে।