রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের ওপর দুর্বৃত্তদের হামলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক নুরুল ইসলাম শহীদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১১টায় নগরীর হেতেম খাঁ এলাকায় এ হামলা চালানো হয়। এর প্রতিবাদে আজ দুপুর দেড়টায় দুর্বৃত্তদের অতর্কিত হামলা ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনের আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সমন্বয়ক শহীদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রাফট সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম ভূমিকা পালনকারী রাশেদ রাজন বলেন, "শহীদরা কয়েকজন মিলে মহানগরীর হেতেমখাঁ এলাকায় বাসা ভাড়া নিয়ে মেস করে থাকেন। সেখানে মঙ্গলবার রাত ১১টায় শহীদ রাতের খাবার খাচ্ছিলেন। এ সময় অতর্কিতে ২০ থেকে ২৫ জন দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে লোহার রোড দিয়ে এলোপাতাড়ি মারধর করে।"
"শহীদ নিজেকে সমন্বয়ক পরিচয় দিলে আরও মারধোর করা হয়। স্থানীয় এলাকাবাসী ও বড় ভাইরা এসে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মেডিকেলের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে," যোগ করেন তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক মেহেদী সজীব বলেন, "দুর্বৃত্তরা কেন ও কী কারণে হামলা চালিয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। দুর্বৃত্তদের গ্রেপ্তার ও হামলার প্রতিবাদে আমরা আজ দুপুর দেড়টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছি।"
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া থানার ওসি মেহেদী মাসুদ বলেন, "এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। আমি নিজে থেকে পুলিশ পাঠিয়ে খোঁজ নিয়েছিলাম। তাকে রাতেই প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।"