করোনাকালে পার্টি, সমালোচিত কেন্ডাল জেনার
আমেরিকান রিয়্যালিটি টিভি তারকা ও সুপারমডেল কেন্ডাল জেনার ২৫ বছরে পা রাখবেন মঙ্গলবার (৩ নভেম্বর)। জন্মদিন সামনে রেখে পার্টি দিয়ে বেশ বিপাকে পড়েছেন তিনি। করোনাভাইরাস মহামারিকালে এমন উদযাপনের সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ওই অনুষ্ঠানের ছবি ও ভিডিওতে দেখা যায়, অতিথিদের মুখে মাস্ক নেই, মানা হয়নি সামাজিক দূরত্বও।
এমনকি অতিথিদের হাতে থাকা কার্ডে লেখা ছিল, 'যত খুশি ছবি তোলো, কিন্তু দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত কোনো পোস্ট দিও না।'
পারিবারিক হ্যালোইন পার্টিতে জন্মদিন উদযাপনের অংশ হিসেবে কেক ও মোমবাতি সহকারে তার ভিডিও ক্লিপ, নিষেধ সত্ত্বেও টুইটারে ছড়িয়ে পড়ে। আর তারপর শুরু হয় তুমুল সমালোচনা।
টুইটারে একজন ব্যঙ্গ করে লিখেন, 'কোভিড-১৯-এ স্বজন হারিয়ে আমার পরিবার শোকাচ্ছন্ন, অথচ কেন্ডাল জেনারকে জন্মদিন উদযাপন করতে দেখে আমি যারপরনাই খুশি!'
- সূত্র: আরব নিউজ