নারায়ণগঞ্জে ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে আগুন, শিশুর মৃত্যু
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/14/img_9288.jpeg)
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফিলিং স্টেশন থেকে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রাইভেটকারে থাকা জিহান নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় রংধনু সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
জিহান রূপগঞ্জের রূপসী এলাকার মো. শরীফের ছেলে।
এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জিহানের স্বজনেরা ফিলিং স্টেশনটিতে ভাঙচুর চালান। আগুন লাগার পরপরই ফিলিং স্টেশনটির দায়িত্বরত কর্মচারীরা পালিয়ে যান।
![](https://www.tbsnews.net/bangla/sites/default/files/styles/infograph/public/images/2025/02/14/img_9292.jpeg)
জিহানের স্বজনেরা জানান, আজ বিকেলে নিজ বাড়ি রূপসী থেকে জিহান তার মা ও মামার সাথে প্রাইভেটকারে খালার বাড়ি নরসিংদীর উদ্দেশে রওনা হয়। পথে কর্ণগোপ এলাকায় গ্যাস নেওয়ার জন্য প্রাইভেটকারটি রংধনু ফিলিং স্টেশনে যায়। পরে গ্যাস নেওয়ার সময় জিহানকে গাড়িতে রেখেই তার মা ও মামা বাইরে যান। এ সময় হঠাৎই গাড়িটিতে আগুন ধরে যায়।
জানতে চাইলে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।