বার্সা-রিয়ালের হতাশার রাত, জয়ে ফিরলো রোনালদোর জুভেন্টাস
ক্লাব ফুটবলে হতাশার রাতই কাটলো জায়ান্ট ক্লাবগুলোর। লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে খেলতে গিয়ে রাজ্যের হতাশা নিয়ে বাড়ি ফিরেছে লিওনেল মেসির দল বার্সেলোনা। জয়ের দেখা পায়নি পয়েন্ট টেবিলের শীর্ষ দল রিয়াল মাদ্রিদও। নিজেদের লিগে বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটিও উল্টো পথে হেঁটেছে। তবে কষ্টের জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
শনিবার রাতে লা লিগার ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে বার্সেলোনা। ভিয়ারিয়ালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। ৯ ম্যাচে ৬ জয়ে ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে অ্যাটলেটিকো। বাজে সময় কাটানো বার্সা ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ১০ নম্বরে আছে।
সুখের রাত গেছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের। প্রাণ ভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে জয়ে ফিরেছে সিরি 'এ'র বর্তমান চ্যাম্পিয়নরা। কালিয়ারির বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে জুভেন্টাস। দলের হয়ে ৩৮ ও ৪২ মিনিটে গোল করেন রোনালদো। ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে জুভেন্টাস। ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে এসি মিলান।
ইংলিশ প্রিমিয়ার লিগে কষ্টের জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়েস্ট ব্রুমকে ১-০ গোলে হারিয়েছে তারা। তবে হেরে গেছে ম্যানচেস্টার সিটি। হোসের মরিনহোর দল টটেনহ্যাম হটস্পার ২-০ গোলে হারিয়েছে ম্যান সিটিকে। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে টটেনহ্যাম। ৯ ম্যাচে ২০ পয়েন্ট তাদের।
বুন্দেসলিগায় হোঁচট খেয়েছে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠেই ওয়ার্ডারের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। ড্র করলেও শীর্ষস্থান দখলে আছে তাদের। ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দলটি। ১ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে বরুশিয়া ডর্টমুন্ড।