সবচেয়ে বিপজ্জনক মাদকের তালিকা থেকে ‘গাঁজা’ বাদ: জাতিসংঘ ড্রাগ এজেন্সি
গাঁজার ওপর কড়াকড়ি অবস্থা শিথিল করে চিকিৎসা কাজে এর ব্যবহার সহজ করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে মাদক হিসেবে এটিকে হেরোইন ও সিনথেটিক আফিওডসের তালিকায় রাখা হয়েছিল।
ইউএন কমিশন অন নারকোটিক ড্রাগসের সদস্য রাষ্ট্রগুলোর ভোটাভুটিতে এই মাদককে সবিশেষ বিপজ্জনক মাদক হিসেবে ব্যবহার নিষিদ্ধের তালিকাভুক্ত 'সিডিউল ফোর অব দ্য ১৯৬১ সিঙ্গেল কনভেনশন অন নারকোটিক ড্রাগস' থেকে সরিয়ে নেওয়ার পক্ষে ২৭ এবং বিপক্ষে ২৫ ভোট পড়ে। অন্যদিকে, একটি সদস্য রাষ্ট্র ভোট দেওয়া থেকে বিরত ছিল।
এর আগে হেরোইন, ফেন্টানিল এনালগ ও অন্যান্য আফিওডসের তালিকায় গাঁজাকেও রাখা হয়েছিল। চিকিৎসার কাজে গাঁজার ব্যবহার নিয়ে গবেষণা সহজ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরামর্শ দিলে এই ভোটের আয়োজন করা হয়।
অবশ্য, গাঁজা সেবনকে এখনো বৈধ ঘোষণা করেনি জাতিসংঘের ওই কমিশন। এটিকে এখনো ব্যাপক নেশাদ্রব্য ও মারাত্মক ক্ষতিকর মাদক হিসেবেই গণ্য করা হয়।
- সূত্র: ডয়চে ভেলে