আড়ংয়ে চাকরির সুযোগ
দেশের অন্যতম ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং ডেপুটি ম্যানেজার / ম্যানেজার, কমপ্লায়েন্স, অ্যাডমিন পদে কর্মকর্তা নিয়োগ দেবে।
যেকোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকলে পদটিতে আবেদন করা যাবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ থেকে ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
নিয়োগপ্রাপ্তদের প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী বেতন, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, বার্ষিক পার্ফমেন্স বোনাস, স্বাস্থ্য ও জীবন বীমা এবং অন্যান্য সুযোগ সুবিধা দেয়া হবে।
প্রার্থীদের বিডিজবসের মাধ্যমে ২১ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে।