অস্বচ্ছল নগরবাসীকে ৪১ হাজার স্বাস্থ্যসেবা কার্ড দিবে চট্টগ্রাম সিটি করপোরেশন
অস্বচ্ছল নগরবাসীকে বিনামূল্যে সেবা দিতে ‘স্বাস্থ্যসেবা’ কার্ড দেয়ার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। প্রাথমিকভাবে ৪১টি ওয়ার্ডে ৪১ হাজার কার্ড দেওয়া হবে। কার্ডধারীরা চসিক পরিচালিত চিকিৎসাকেন্দ্র থেকে বিনামূল্যে সেবা নিতে পারবেন।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র আ জ নাছির উদ্দীন এসব তথ্য জানান।
কার্ড প্রাপ্তির প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে মেয়র আ জ নাছির উদ্দীন বলেন, প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে দেওয়া হবে। কমিটিতে ওয়ার্ড কাউন্সিলর, সমাজসেবক, স্থানীয় উন্নয়ন সংস্থার কর্মীরা অন্তর্ভুক্ত থাকবেন। কমিটির তালিকা অনুযায়ী কার্ড প্রদান করা হবে।
বিগত চার বছরে চসিকের স্বাস্থ্য বিভাগের অগ্রগতি প্রতিবেদন সংবাদ সম্মেলনে তুলে ধরেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।