লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ভারত নিয়ন্ত্রিত অঞ্চল থেকে চীনা সৈন্য আটক
লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলএসি) ভারত নিয়ন্ত্রিত অংশে এক চীনা সৈন্যকে আটক করেছেন ভারতীয় সেনারা। আটককৃত সৈন্য বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর জিম্মায় রয়েছেন বলে জানিয়েছেন এক সেনা কর্মকর্তা।
শুক্রবার সকালে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ভারতীয় অঞ্চলে প্যাংডং লেকের দক্ষিণ প্রান্ত থেকে ওই সৈন্যকে গ্রেপ্তার করা হয়। পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সদস্য ওই সৈন্য প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারত নিয়ন্ত্রিত অঞ্চলে এলে স্থানীয় দায়িত্বরত ভারতীয় সেনা সদস্যরা তাকে আটক করেন বলে জানান ভারতীয় ওই সেনা কর্মকর্তা।
তিনি বলেন, "পিএলের ওই সৈন্য সীমারেখা অতিক্রম করায় তাকে 'লেইড ডাউন' পদ্ধতির আওতায় এনে তদন্ত করা হচ্ছে।" এ বিষয়ে বিস্তারিতভাবে সব জানা যাবে বলেও আশ্বাস দেন তিনি।
গত বছরের জুনে লাদাখ সীমান্তে চীন-ভারত উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছায়। চীন-ভারতের দ্বন্দ্বে ২০ ভারতীয় সেনা নিহত হন। এছাড়া আহত হন অনির্দিষ্টসংখ্যক চীনা সৈন্য। দু'দেশই এরপর সীমান্তবর্তী অঞ্চলটিতে প্রায় ১০ হাজার সেনাসদস্য এবং অস্ত্র জড়ো করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিকবার আলোচনায় বসার কথা থাকলেও তা ব্যর্থ হয়।
ডিসেম্বরে দুই পক্ষই পশ্চিম লাদাখসহ সংঘাতপূর্ণ সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়ার ব্যাপারে একমত হয়। এরপর একাধিক কূটনৈতিক ও সামরিক আলোচনা হলেও অবস্থার উন্নতি হয়নি।
- সূত্র: এনডিটিভি