ভারতে ১৬ জানুয়ারি থেকে টিকাদান শুরু
করোনাভাইরাস প্রতিরোধে ভারতে আগামী ১৬ জানুয়ারি থেকে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।
শনিবার বিকেলে এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।
গত রোববার (৩ জানুয়ারি) জরুরি ভিত্তিতে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই) এবং ভারত বায়োটেককে করোনা টিকা ব্যবহারের অনুমোদন দেয় ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই) ভি জে সোমানি। তারপর থেকেই প্রশ্ন উঠছিল, কবে ভারতে টিকা প্রদান শুরু হবে।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা টিকাকরণ প্রক্রিয়ার জন্য সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের কতটা প্রস্তুত আছে, তা পর্যালোচনার জন্য শনিবার উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে হাজির ছিলেন ক্যাবিনেট সেক্রেটারি রাজীব গৌবা, প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি পি কে মিশ্র, কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ-সহ কেন্দ্রের উচ্চপদস্থ আধিকারিকরা। সেখানেই ১৬ জানুয়ারি থেকে টিকাকরণ প্রক্রিয়া শুরু করার উপর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।