বিশ্বের পঞ্চম শক্তিশালী ব্র্যান্ড রিলায়েন্স জিও
রিলায়েন্স জিও'র মুকুটে নতুন পালক! ফেরারি এবং কোকাকোলার মতো নামজাদা ব্র্যান্ডের পরই বিশ্বের পঞ্চম শক্তিশালী ব্র্যান্ড হিসেবে উঠে এল রিলায়েন্স জিও।
সম্প্রতি বিশ্বের অন্যতম সেরা ব্র্যান্ড ভ্যালুয়েশন কন্সালটেন্সি ব্র্যান্ড ফিন্যান্সের গ্লোবাল র্যাংকিংয়ে এই নজির সৃষ্টি করেছে মুকেশ আম্বানির টেলিকম সংস্থা। সে বার্ষিক রিপোর্ট অনুযায়ী, সর্বাধিক মূল্যবান এবং শক্তিশালী গ্লোবাল ব্র্যান্ড হিসেবে প্রথম স্থানে রয়েছে উইচ্যাট।
সমীক্ষায় বলা হচ্ছে, ২০১৬ সালে প্রতিষ্ঠার পর খুবই দ্রুত ভারতের অন্যতম প্রধান মোবাইল নেটওয়ার্ক অপারেটর হয়েছিল জিও।
৪০০ মিলিয়ন গ্রাহককে নিজেদের পরিবারের সদস্য করে সারা বিশ্বে তৃতীয় বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক অপারেটরও হয়ে উঠেছে এই টেলকো।
রিলায়েন্স জিও'র প্রতিষ্ঠা করে ভারতের টেলিকম ইন্ডাস্ট্রিতে নতুন করে আগমন ঘটে যেন মুকেশ আম্বানির। খুব কম খরচে ভারতবাসীদের হাতে মোবাইল ডেটা, বিনামূল্যেই ভয়েস কলিংসহ আরও নানাবিধ অফার দিয়ে থাকে জিও।
ব্র্যান্ড ফিন্যান্স জিও'র এ উত্থানের কারণ ব্যাখ্যা করে বলছে, 'ভারতীয়দের হাতে খুবই কম টাকায় ফোরজি পরিষেবা দিয়ে মার্কেটে আগমনের কয়েক মাসের মধ্যেই ঝড় তোলে জিও। পাশাপাশি ভারতীয়রা ঠিক যে ভাবে ইন্টারনেট ব্যবহার করে, তা যেন এই টেলকো আসার পর থেকে 'জিও এফেক্ট' হিসেবে বিশ্বের কাছে পরিচিত হয়েছে।'
পাশাপাশি ব্র্যান্ড ফিন্যান্স আরও বলছে, এই সমীক্ষায় বিভিন্ন ব্র্যান্ডের শক্তি নির্ধারণ করা হয় মার্কেটিংয়ে বিনিয়োগের মেট্রিক্স, স্টেকহোল্ডার ইক্যুইটি এবং বিজনেস পারফরম্যান্সের উপরে বিচার করে। এদের মধ্যে স্টেকহোল্ডার ইক্যুইটির অরিজিনাল মার্কেট রিসার্চের ডেটা সংগ্রহ করা হয়েছে ৩০টি দেশের মোট ২০টি সেক্টরের মূল্যায়ণ করে। সমীক্ষায় কমপক্ষে ৫০ হাজার মানুষ আগ্রহ দেখিয়েছেন।
মানদণ্ডের সমস্ত দিক বিচার করে বিশ্বের শক্তিশালী ব্র্যান্ড হিসেবে ফেরারিকে টপকে প্রথম স্থান দখল করে নিয়েছে উইচ্যাট। তৃতীয় স্থানে একটি রাশিয়ান ব্যাংক এবং চতুর্থ স্থানে চলে এসেছে কোকাকোলা ।
প্রথম বারের জন্য বিশ্বের পঞ্চম শক্তিশালী ব্র্যান্ড হিসেবে নিজেদের জায়গা পাকা করে নেয়া ভারতে এই টেলিকম জায়ান্টের বিএসআই স্কোর একশ'র মধ্যে ৯১.৭।
পাশাপাশি জিও আবার এলিট ট্রিপল এ ব্র্যান্ড স্ট্রেন্থ রেটিংও পেয়েছে। এছাড়াও বিশ্বের টেলিকম সেক্টরে ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে ফাস্টেস্ট গ্রোয়িং ব্র্যান্ডের নাম রিলায়েন্স জিও, যারা আগের চেয়ে ৫০ শতাংশ উন্নতির পর এখনও পর্যন্ত ৪.৮ বিলিয়ন মার্কিন ডলার ব্যবসা করার নজির সৃষ্টি করেছে।
অন্য দিকে টেলিকম সেক্টরে বিশ্বের সবথেকে মূল্যবান ব্র্যান্ড হিসেবে প্রথম স্থান দখল করে নিয়েছে ভেরিজোন । ২০২০ সালে এই র্যাংকিংয়ে না থাকা সত্ত্বেও, ২০২১ সালে ব্র্যান্ড ভ্যালু গ্রোথ আগের মতো ধরে রেখে প্রথম সারিতেই নিজেদের জায়গা পাকা করে নিয়েছে ভেরিজোন । এছাড়াও মূল্যবান ব্র্যান্ড হিসেবে ভেরিজোনের ঠিক পরেই অ্যাপল, অ্যামাজন এবং গুগল এর স্থান।
- সূত্রঃ এই সময়