নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন পেলেন জ্যারেড কুশনার
ইজরাইল ও আরব দেশগুলোর মধ্যে ঐতিহাসিক আব্রাহাম চুক্তি স্বাক্ষরে ভূমিকার জন্য নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন পেয়েছেন হোয়াইট হাউজের সাবেক সিনিয়র উপদেষ্টা জ্যারেড কুশনার ও তার ডেপুটি অভি বারকোভিটজ।
গত বছরের আগস্ট- ডিসেম্বরের মধ্যে চুক্তিগুলো স্বাক্ষরের ঘোষণা আসে, চুক্তিগুলো মধ্যপ্রাচ্যের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনার এবং অভি বারকোভিটজকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেন হার্ভার্ড ল' স্কুলের এমিরেটাস অধ্যাপক অ্যাটর্নি অ্যালান ডারশোভিটজ।
গত বছর ট্রাম্পের প্রথম অভিশংসন ও ৬ জানুয়ারির ক্যাপিটল হিলে সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে ট্রাম্পের অভিশংসনে ট্রাম্পের পক্ষ নিয়েছিলেন এই অ্যাটর্নি অ্যালান ডারশোভিটজ।
নোবেল কমিটিকে দেওয়া তার চিঠিতে ডারশোভিটজ আব্রাহাম চুক্তি স্বাক্ষরে ইজরাইলে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ফ্রিডম্যান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত সাবেক ইজরাইলি রাষ্ট্রদূত রন ডার্মারের ভূমিকার কথাও উল্লেখ করেন। তার মনোনয়ন বিতর্কের শিকার হতে পারে এমনটাও উল্লেখ করেন তিনি।
'নোবেল শান্তি পুরস্কার জনপ্রিয়তার জন্য নয়। শান্তি আনয়নে যারা ভূমিকা রেখেছে তাদের ব্যাপারে আন্তর্জাতিক মহলের চিন্তার মূল্যায়নও নয় এ পুরস্কার। আলফ্রেড নোবেল তার উইলে যা বলে গিয়েছিলেন সেসব মানদণ্ড পূরণ করতে পারাই এর মূল প্রতিপাদ্য।" চিঠিতে লিখেছেন ডারশোভিটজ।
ইজরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, সুদান ও বাহরাইনের চুক্তি স্বাক্ষরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন জ্যারেড কুশনার ও সাবেক মধ্যপ্রাচ্যের দূত অভি বারকোভিটজ।
কুশনার এক বিবৃতিতে জানিয়েছেন, সম্মানজনক এ পুরস্কারের মনোনয়ন পেয়ে তিনি অত্যন্ত সম্মানিত বোধ করছেন।
এছাড়াও নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন জলবায়ু কর্মী সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ, রাশিয়ার বিরোধী নেতা ও ক্রেমলিনের সমালোচক অ্যালেক্সি নাভালনি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও এর কোভ্যাক্স কর্মসূচি।
আগামী অক্টোবরে এবছরের নোবেল শান্তি পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
- সূত্র: রয়টার্স