অভিনয়টা এটিএম ভাইয়ের রক্তে ছিল: ববিতা
সদ্যপ্রয়াত প্রখ্যাত অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অভিনেত্রী ববিতা।
স্মৃতিচারণায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বাংলা চলচ্চিত্রের এই বিখ্যাত অভিনেত্রী বলেন, 'আমার বড় বোন সুচন্দা আপা ওই সময় চলচ্চিত্রে কাজ শুরু করেছেন মাত্র। আমার বয়স তখন খুব কম। কিশোরী বলা যায়। ওই সময় এটিএম শামসুজ্জামান ভাই আমাদের বাসায় আসতেন। আর আপার সঙ্গে শুটিংয়ে গেলে তাকে দেখতাম।'
'তারপর আমি সিনেমায় অভিনয় শুরু করি। আমার ভালো কোনো কাজ এলে তিনি ফোন করে প্রশংসা করতেন। কীভাবে অভিনয় করলে আরও ভালো হবে, সেই উপদেশও দিতেন,' বলেন ববিতা।
এটিএম শামসুজ্জামানকে ঘিরে তিনি আরও বলেন, 'এত গুণী শিল্পী। অভিনয়টা ছিল তার রক্তেই। তাই যেকোনো চরিত্রে সহজেই মানিয়ে নিতে পারতেন।'
"'নয়নমণি', 'গোলাপী এখন ট্রেনে', 'ম্যাডাম ফুলি', 'লাঠিয়াল'সহ অসংখ্য ছবিতে তার সঙ্গে কাজ করেছি। তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো ছিল। যখন তিনি হাসপাতালে ভর্তি হলেন, আমরা তিন বোন (সুচন্দা, ববিতা ও চম্পা) হাসপাতালে প্রায় দুই ঘণ্টা সময় কাটিয়েছি। সবই আজ স্মৃতি।"
ববিতা বলেন, "'গোলাপী এখন ট্রেনে' ছবিতে আমাকে বিড়ি টানার দৃশ্য অভিনয় করতে হবে। কিন্তু সেটা আমি পারতাম না। তখন এটিএম ভাই আমাকে শিখিয়ে দিয়েছিলেন।"
উল্লেখ্য, বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান শনিবার সকাল ৯টার দিকে রাজধানীর সূত্রাপুরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।