খাশোগি হত্যার প্রাথমিক গোয়েন্দা প্রতিবেদন থেকে রহস্যজনকভাবে সরানো হলো তিন নাম
গত শুক্রবার বিকালে খাশোগি হত্যার দীর্ঘ প্রতীক্ষিত প্রাথমিক গোয়েন্দা প্রতিবেদন প্রকাশের পর, কোনও ব্যাখ্যা ছাড়াই তা নামিয়ে ফেলা হয়। পরবর্তীতে প্রতিবেদনটির নতুন সংস্করণ প্রকাশিত হলেও সরিয়ে ফেলায় হয়েছে তিন ব্যক্তির নাম। প্রাথমিক প্রতিবেদনে ওই তিন সৌদি ব্যক্তিকে জড়িত হিসেবে উল্লেখ করা হলেও, সংশোধিত প্রতিবেদন থেকে নামগুলো মুছে ফেলা হয়।
ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স দপ্তরের এই তড়িৎ পদক্ষেপ প্রাথমিকভাবে অনেকের নজর এড়িয়ে গেছে। ধারণা করা হচ্ছ্ সৌদি যুবরাজকে অভিযুক্ত করা হলেও- শেষপর্যন্ত যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হবে বাইডেন প্রশাসন।
সরিয়ে ফেলা প্রথম নামটি হল- আব্দুল্লাহ মোহাম্মদ আল-হোরিনি। খাশোগির মৃত্যুর সাথে ইতিপূর্বে আবদুল্লার সম্পৃক্ততার কোনও উল্লেখ ছিল না।
সৌদি গোয়েন্দা সংস্থার অভ্যন্তরীণ বিষয়ে অবগত এক সূত্রের তথ্যানুযায়ী, আবদুল্লাহ সৌদি মন্ত্রী জেনারেল আবদুল আজিজ বিন মোহাম্মদ আল-হোরাইনির ভাই। তিনি, সন্ত্রাসবাদ বিরোধী রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থার সহকারী প্রধান।
অপসৃত অপর দুই ব্যক্তির নাম হল- ইয়াসির খালেদ আলসালেম এবং ইবরাহীম আল-সালিম। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
খাশোগি হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকায় যে ১৮ জনের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে; তাদের মধ্যে এই তিন ব্যক্তির নাম নেই। প্রতিবেদনটির দ্বিতীয় সংস্করণেও ওই ১৮ জন ব্যক্তির নাম আছে।
যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের একজন মুখপাত্র সিএনএনকে জানান, "আমরা ওয়েবসাইটে সংশোধিত নথি প্রকাশ করেছি কেননা, প্রথম প্রতিবেদনে ভুলক্রমে তিনটি নাম চলে এসেছিল।"
- সূত্র: সিএনএন