যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রাম বন্দরে এল রেলের ৮ ব্রডগেজ ইঞ্জিন
যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রাম বন্দরে এসেছে বাংলাদেশ রেলওয়ের ৮টি ব্রডগেজ লোকোমেটিভ (ইঞ্জিন)। শনিবার (৬ মার্চ) সকাল থেকে বন্দরের বার্থে আমদানি হওয়া এসব ইঞ্জিন জাহাজ থেকে খালাস প্রক্রিয়া শুরু হয় ।
রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. বোরহান উদ্দিন বলেন, যুক্তরাষ্ট্র থেকে মোট ৪০ টি ব্রডগেজ ইঞ্জিন আমদানি করা হচ্ছে। শনিবার খালাস প্রক্রিয়া শুরু হয় প্রথম ধাপে আসা ৮ টি ইঞ্জিন। পর্যায়ক্রমে আরো ৩২টি ইঞ্জিন আমদানি করা হবে।
রেলওয়ের চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ডের (সিজিপিওয়াই) প্রধান ইয়ার্ড মাষ্টার আবদুল মালেক বলেন, শনিবার জাহাজ থেকে ২ টি ইঞ্জিন খালাস করে সিজিপিওয়াই ইয়ার্ডে আনা হয়েছে। বাকী ৬ টি ইঞ্জিন রবিবার খালাস করে সিজিপিওয়াইতে আনা হবে।