জয়ে শুরু খুলনার, ঢাকার জয়ের নায়ক অপু
গত সোমবার থেকে শুরু হওয়া জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ড শেষ হয়েছে। লঙ্গার ভার্সনের এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচেই ফল এসেছে। জয় দিয়ে শুরু করেছে আসরটির বর্তমান চাম্পিয়ন খুলনা বিভাগ। প্রথম স্তরের ম্যাচে জয় পেয়েছে ঢাকা বিভাগও। দ্বিতীয় স্তরের ম্যাচে জয় পেয়েছে চট্টগ্রাম বিভাগ ও ঢাকা মেট্রো।
শেখ আবু নাসের স্টেডিয়ামে খুলনা বিভাগের জয় তুলে নেওয়া ছিল সময়ের ব্যাপার। ফলোঅনে পড়া সিলেটের হাতে ছিল মাত্র ৩ উইকেট। সামান্য এই রসদে বেশি পথ পাড়ি দিতে পারেনি তারা। ৬৮ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৯.৩ ওভারেই ৮ উইকেটের জয় তুলে নেয় খুলনা। প্রথম ইনিংসে ৩৭৫ রান তোলে খুলনা। জবাবে ১৩৪ রানেই গুটিয়ে যায় সিলেট। দ্বিতীয় ইনিংসে সিলেট ৩০৮ রান করলে খুলনার লক্ষ্য দাঁড়ায় ৬৮ রান।
বিকেএসপির চার নম্বর মাঠে নাজমুল ইসলাম অপুর ক্যারিয়ার সেরা বোলিংয়ে রংপুর বিভাগকে ৮০ রানে হারিয়েছে ঢাকা বিভাগ। তৃতীয় দিন শেষেই জয় দেখতে পাচ্ছিল ঢাকা। শেষ দিনে ম্যাচ সেরা অপুর দারুণ বোলিংয়ে জয় তুলে নিতে বেগ পেতে হয়নি তাদের। ২৬৪ রানের লক্ষ্যে তৃতীয় দিনের শেষ দিকে ব্যাটিং শুরু করা রংপুরের চতুর্থ দিনে দরকার ছিল ২২৯ রান। হাতে ছিল আট উইকেট।
নাসির হোসেনরা ১৮৩ রানের বেশি তুলতে পারেনননি। দলের জয় নিশ্চিত করার পথে এদিন অপু ৫ উইকেট নেন। তৃতীয় দিন একটি উইকেট নিয়েছিলেন তিনি। সব মিলিয়ে ৬৪ রান খরচায় অপুর শিকার ৬ উইকেট। বাঁহাতি এই স্পিনারের আগের সেরা বোলিং ছিল ২১ রানে ৫ উইকেট।
ঢাকা বিভাগ প্রথম ইনিংসে ৩৬৫ রান তোলে। জবাবে ২৩০ রানে শেষ হয় রংপুর বিভাগের প্রথম ইনিংস। ১৩৫ রানের লিড পাওয়া ঢাকা দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে পারেনি, ১২৮ রানেই অল আউট হয়ে যায় তারা।
দ্বিতীয় স্তরের ম্যাচে শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রাজশাহী বিভাগকে ৮৮ রানে হারিয়েছে চট্টগ্রাম বিভাগ। ২৮৩ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ম্যাচ সেরা মেহেদী হাসান রানার আগুনে বোলিংয়ে ১৯৪ রানে অল আউট হয় রাজশাহী। প্রথম ইনিংসে চট্টগ্রামের ২৮৭ রানের জবাবে ১৫২ রান তোলে রাজশাহী। চট্টগ্রাম দ্বিতীয় ইনিংসে করে ১৪৭ রান।
দ্বিতীয় স্তরের আরেক ম্যাচে বরিশালের বিভাগীয় স্টেডিয়ামে ম্যাচ সেরা শহিদুল ইসলামের অলরাউন্ড পারফরম্যান্সে বরিশালকে ৮ উইকেটে হারিয়েছে ঢাকা মেট্রো। বরিশালের প্রথম ইনিংসে করা ২৪১ রানের জবাবে মেট্রো ৪১৩ রানের বড় সংগ্রহ গড়ে। প্রথম ইনিংসেই ১৭২ রানে এগিয়ে যায় মেট্রো। দ্বিতীয় ইনিংসে বরিশাল ২০৮ রান তুললে মেট্রোর লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩৭ রান।