সরকার স্বীকৃত বোর্ডের অধীনে পরীক্ষা বর্জনের ডাক কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের
দেশের বিভিন্ন কওমি মাদ্রাসার ছাত্ররা এবার সরকার স্বীকৃত বোর্ড "হাইয়াতুল উলইয়া"র অধীনে সব ধরনের পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে। আজ সোমবার হাটহাজারী মাদ্রাসায় এ লক্ষে গণস্বাক্ষর সংগ্রহ করা হচ্ছে।
এ নিয়ে রবিবার মাগরিবের নামাজের পর বিক্ষোভ হয়েছে হাটহাজারী মাদ্রাসায়, পরে জরুরী বৈঠক করেছেন শিক্ষকরা।
জানা গেছে, হাটহাজারীসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশের কওমি মাদ্রাসাসমূহের সরকার স্বীকৃত বোর্ড 'আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ' এর সভাপতি ও মহাসচিব কর্তৃক শোক প্রকাশ না করায় মাদ্রাসার শিক্ষার্থীরা বোর্ডের অধীনে সব ধরনের পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে।
রবিবার সন্ধ্যায় কওমি শিক্ষা বোর্ড 'আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ' এর অফিসিয়াল ফেসবুক পেজে আগামী ৩১ মার্চ থেকে দাওরায়ে হাদিসের পরীক্ষা শুরু হওয়ার কথা জানানো হয়। এরপর থেকে বিভিন্ন কওমি মাদ্রাসা থেকে এই পরীক্ষা বর্জনের ঘোষণা আসতে থাকে।
পটিয়া মাদ্রাসা শিক্ষার্থীরা কর্তৃপক্ষের কাছে ৭টি দাবি জানিয়েছে। এসব দাবির অন্যতম হলো সরকার স্বীকৃত বোর্ড 'আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ' এর অধীনে পরীক্ষায় অংশ না নেওয়া।
চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার দাওরায়ে হাদিস বিভাগের শিক্ষার্থী মো. আনোয়ার হোসেন বলেন, "ইসলামবিদ্বেষী যে সরকার আমাদের ভাইদের হত্যা করেছে তাদের অধীনে আমরা কোন পরীক্ষায় অংশ নেবো না। এ সরকারের অধীনে কোনো ডিগ্রি আমরা নেব না। আমরা সরকার স্বীকৃত বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য সব পরীক্ষা বর্জনের ডাক দিয়েছি। ইতিমধ্যে আমাদের সাথে সাড়া দিয়ে দেশের বিভিন্ন মাদ্রাসার ছাত্ররাও পরীক্ষা বর্জন করেছে।'
তিনি বলেন, "এজন্য আজ সোমবার আমরা যারা পরীক্ষা দিতে ইচ্ছুক না আর যারা ইচ্ছুক দুই পক্ষকেই স্বাক্ষরসহ মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে দরখাস্ত দিতে বলা হয়েছে। হাটহাজারী মাদ্রাসায় এ লক্ষে গণস্বাক্ষর কর্মসূচির চলছে।"
হেফাজত ইসলামের সহ সাংগঠনিক সম্পাদক ও আল হুদা মহিলা মাদ্রাসার শিক্ষক মীর ইদ্রিস দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "গতকাল হরতাল শেষ হওয়ার পরপরই হাইয়াতুল উলইয়া থেকে দাওরায়ে হাদিসের পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা হয়। এ সময় বিক্ষুব্ধ মাদ্রাসা শিক্ষার্থীরা এ পরীক্ষা বর্জনের ডাক দেয়। এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।"
হাটহাজারী মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য মাওলানা ইয়াহহিয়া দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "শিক্ষার্থীদের কেউ কেউ এ দাবি তুলেছে। তারা দুই ভাগে বিভক্ত।"
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে শুক্রবার জুমার নামাজের পর ঢাকার বায়তুল মোকাররম মসজিদ এলাকায় ধর্মভিত্তিক দলগুলোর নেতা-কর্মী ও মুসল্লিদের একাংশের সঙ্গে ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও পুলিশের সংঘর্ষ হয়। এর প্রতিবাদে দুপুরে বিক্ষোভে নামেন হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা।
একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে ছাত্রসহ চারজন নিহত হন। পরে সারাদেশে ছড়িয়ে পরা বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আরও ১৩ জনের মৃত্যু হয়।