সোমবার থেকে গণপরিবহন বন্ধ
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এ ঘোষণা দিয়েছেন।
আগামীকাল সোমবার থেকে গণপরিবহন বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি জানান, পণ্যবাহী পরিবহন, জরুরি সেবা, ফুয়েল, ওষুধ, পচনশীল পণ্য, ত্রাণ পরিবহন, সংবাদপত্র ও গার্মেন্টসের গাড়ি এই বিধিনিষেধের বাইরে থাকবে।
রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন; খবর সময় টিভির।
এদিকে, বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি গত এক সপ্তাহ ধরে মারাত্মক রূপ ধারণ করেছে।
এমন পরিস্থিতিতে সরকার দেশব্যাপী এক সপ্তাহের লকডাউন আরোপ করেছে, যা শুরু হবে সোমবার।
আরও পড়ুন: