পেঁচা যখন সালমা হায়েকের ‘নিদ্রাসঙ্গী’!
প্রখ্যাত মেক্সিকান-আমেরিকান অভিনেত্রী সালমা হায়েক জানিয়েছেন, স্বামী কোনো কারণে বাইরে থাকলে পোষা পেঁচার সঙ্গে ঘুমান তিনি।
৫৪ বছর বয়সী এই হলিউড তারকা এবং তার ৫৮ বছর বয়সী ফরাসি ব্যবসায়ী স্বামী ফ্রাঁসোয়া-অঁরি পিনো পেঁচার জীবনরক্ষার একটি সচেতনতামূলক বিজ্ঞাপন দেখে উদ্বুদ্ধ হয়ে বছর দুয়েক আগে দক্ষিণাঞ্চলীয় সাদামুখী ওই পেঁচা দত্তক নিয়েছিলেন। পোষা পেঁচাটির নাম রেখেছেন তারা 'কেরিং'।
স্বামী শহরে না থাকলে এই পেঁচাই ঘুমে সঙ্গ দেয় সালমাকে।
তিনি বলেন, "ভালোবাসা দিবসের উপহার হিসেবে আমি আমার স্বামীকে এটা দিয়েছিলাম। ওর নাম আমরা রেখেছি আমার স্বামীর কোম্পানির নামেই- কেরিং। ওর কোম্পানির প্রতীকও পেঁচা। উপহারটি পেয়ে সে (পিনো) বলেছিল, 'ধন্যবাদ। তবে আমি জানি, এটি তোমার নিজেকে নিজেরই দেওয়া উপহার।"'
সালমা হায়েক আরও বলেন, 'আমার স্বামী যখন শহরে থাকে না, কেরিং তখন বেডরুমে আমার সঙ্গেই ঘুমায়। ঘুমোতে যাবার আগে আমরা কিছু নির্দিষ্ট রুটিন অনুসরণ করি। আমি আমার আইপ্যাডে টিভি দেখি, কেরিং তখন আইপ্যাডটির ওপর দাঁড়িয়ে থাকতে ভালোবাসে।'
'ফ্রিদা' তারকা আরও জানান, বেশির ভাগ পেঁচার চেয়ে কেরিংয়ের কৌতূহল তুলনামূলক বেশি। ওর খাবারের রুচিও দারুণ।
'পেঁচাটি মাঝে মধ্যে আমার মাথায় কিংবা কাঁধে কিংবা হাতের ওপর বসে থাকে,' বলেন তিনি।
প্রাণীর প্রতি সালমা হায়েকের বরাবরই গভীর মমতা রয়েছে। পিপল ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'ওরা যেহেতু কথা বলে না, তাই আপনাকে নিজের উপস্থিতির মাধ্যমে যোগাযোগ তৈরি করে ওদের বুঝতে হবে। ওরা তাহলে আপনাকে স্বাগত জানাবে। কখনোই কোনো নালিশ করবে না।'
- সূত্র: ব্যাং শোবিজ