ইউরোপে ফের জনসন অ্যান্ড জনসনের টিকাদান শুরু
ইউরোপে আবারও টিকাদান শুরু করবে জনসন অ্যান্ড জনসন। ভ্যাকসিনের কার্যকারিতার তুলনায় সম্ভাব্য ঝুঁকি খুবই কম, ইউরোপে ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এমন তথ্য জানানোর পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইপিএ) মঙ্গলবার জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিনের লেবেলে 'প্লাটিলেটের সংখ্যা কমে যাওয়া ও রক্ত জমাট বাঁধতে পারার সম্ভাবনা রয়েছে, তবে তা খুবই কম'- এ ধরনের একটি সতর্কবার্তা সংযোজন করেছে। সেইসঙ্গে তারা আরও জানিয়েছে, ভ্যাকসিনটির সুফলের মাত্রা এর ঝুঁকির হিসেবে অনেক বেশি।
জনসন অ্যান্ড জনসনের শেয়ার বেড়েছে ২ শতাংশেরও বেশি।
গত সপ্তাহে জনসন অ্যান্ড জনসনের টিকাদান স্থগিত করে যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। ভ্যাকসিন নেওয়ার পর ছয়জন নারীর মস্তিষ্কে রক্ত জমাট বাঁধা ও রক্তের প্লাটিলেটের সংখ্যা কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে প্রতিষ্ঠানটি ইউরোপেও তাদের ভ্যাকসিন সরবরাহ থামাতে বাধ্য হয়।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রায় ৮০ লাখ মানুষ ইতোমধ্যেই জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন নিয়েছেন।
জনসন অ্যান্ড জনসন জানিয়েছে, ভ্যাকসিনের গায়ে সতর্কবার্তা লিখে নতুন লেবেলসহ বাজারজাত করা হবে।
ইউরোপিয়ান ইউনিয়ন, নরওয়ে ও আইসল্যান্ডে আবারও ভ্যাকসিন বাজারজাত শুধু করবে কোম্পানিটি। আবারও হিউম্যান ট্রায়াল শুরু করার প্রস্তুতি নিচ্ছে বলেও জানায় কোম্পানিটি।
জনসন অ্যান্ড জনসনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পল স্টোফেলস তার প্রতিষ্ঠানের উপার্জন সম্পর্কে আলোচনার সময় এক কনফারেন্সে বলেন, 'এটি অত্যন্ত বিরল একটি ঘটনা। আমরা আশা করছি যথাযথ রোগ নির্ণয় সংক্রান্ত ও থেরাপিমূলক নির্দেশা প্রদানের মাধ্যমে আমরা জনসাধারণকে সচেতন করতে সক্ষম হবো।'
নেদারল্যান্ড জানিয়েছে, তারা বুধবার থেকে পুনরায় এই জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনের টিকাদান চালু করবে।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এবং ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনও ভ্যাকসিন নেওয়া জনগোষ্ঠীর মধ্যে রক্ত জমাট বাঁধার সমস্যার বিষয়টি মূল্যায়ন করে দেখছে।
মডার্না বা ফাইজার ভ্যাকসিনের কথা উল্লেখ করে এডওয়ার্ড জোনসের বিশ্লেষক অ্যাস্টিন ইভান্স বলেন, 'সারা বিশ্বের টিকাদান কর্মসূচীর জন্যই ভ্যাকসিনের মূল্যায়নের ফলাফল গুরূত্বপূর্ণ। কারণ এমআরএনএ ভ্যাকসিনের মতো জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন সংরক্ষণের জন্য অতি নিম্ন তাপমাত্রার হিমাগারে রাখার প্রয়োজন হয়না।'
প্রসঙ্গত, জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিন সাধারণ তাপমাত্রার রেফ্রিজারেটরে রেখে সংরক্ষণ করা যায়।
বিশ্বজুড়ে ব্যবহৃত আরেকটি ভ্যাকসিন অ্যাস্ট্রাজেনেকাতেও একই ধরনের রক্ত জমাট বাঁধার সমস্যা দেখা গেছে।
উৎপাদনজনিত সমস্যা
ইমার্জেন্ট বায়োসল্যুশনস এর মালিকানায় বাল্টিমোরভিত্তিক একটি ভ্যাকসিন প্ল্যান্টে উৎপাদনজনিত সমস্যার কারণে ইতোমধ্যেই জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন তৈরি স্থগিত আছে। যদিও সেই প্ল্যান্ট এখনো নিয়ন্ত্রক কর্তৃক অনুমোদিত নয়।
গত মাসে একটি উৎপাদনজনিত সমস্যার কারণে কয়েক মিলিয়ন ভ্যাকসিন ডোজ ফেলে দিতে হয়। এই মুহূর্তে এফডিএ সেই ঘটনারই তদন্তে ব্যস্ত। মঙ্গলবার জনসন অ্যান্ড জনসন জানিয়েছে, তারা শীঘ্রই পরিদর্শকদের কাছ থেকে প্রতিক্রিয়া শোনার প্রত্যাশা করছেন।
জনসন অ্যান্ড জনসনের প্রধান অর্থ কর্মকর্তা জোসেফ ওক বলেন, 'আমরা যা যা প্রতিকার করা সম্ভব তার সবই করছি। আমরা মনে করি যে শেষ পর্যন্ত একটি ইতিবাচক ফলই পাবো। আগামী কয়েকদিনের মাঝেই আমরা আরো খবরাখবর জানতে পারবো।'
ইউরোপে ২০ কোটি ডোজ এবং যুক্তরাষ্ট্রে ১০ কোটি ডোজ সরবরাহ করার অঙ্গীকারও তারা পূরণ করবে বলে জানায় জনসন অ্যান্ড জনসন।
প্রতিষ্ঠানটি এরই মধ্যে ১০ কোটি ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন বিক্রির রেকর্ড গড়েছে। কোম্পনিটি জানিয়েছে, মহামারি শেষ না হওয়া পর্যন্ত অলাভজনক ভিত্তিতে এই ভ্যাকসিন বিক্রি হবে।
- সূত্র: রয়টার্স