৪০০ ছাড়িয়ে শ্রীলঙ্কার লিড
সিরিজের দ্বিতীয় টেস্টে পাল্লেকেলেতে বাংলাদেশের পথ কঠিন হচ্ছে। প্রথম ইনিংসেই ২৪২ রানের লিড পাওয়া শ্রীলঙ্কা দ্রুত রান তুলে বাংলাদেশের লক্ষ্য বড় করে যাচ্ছে। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৭২ রান তুলেছে স্বাগতিকরা। ৪১৪ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজর বিরতিতে গেছে স্বাগতিকরা।
নিরোশান ডিকভেলা ২২ বলে ২৩ ও রমেশ মেন্ডিস ২ রানে অপরাজিত আছেন। চতুর্থ দিনে ওয়ানডে স্টাইলে ব্যাটিং করেছেন শ্রীলঙ্কার সব ব্যাটসম্যান। এদিন ৩২ ওভারে ১৫৫ রান তুলেছে শ্রীলঙ্কা। শেষ ১০ ওভারে ৫৭ রান তুলেছে স্বাগতিকরা। বাংলাদেশের তিন স্পিনার শ্রীলঙ্কার ৬ উইকেট নিয়েছেন। তাইজুল ৩টি, মিরাজ ২টি ও সাইফ একটি উইকেট নিয়েছেন।
দ্রুত রান তুলছে শ্রীলঙ্কা
বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে। বাংলাদেশকে বড় লক্ষ্য দেওয়া এবং বেশি সময় ব্যাটিং করানোর জন্য দ্রুত রান তুলে যাচ্ছে স্বাগতিকরা। হাফ সেঞ্চুরি তুলে নেওয়া লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে ওয়ানডে স্টাইলে খেলে যাচ্ছেন। ধনঞ্জয়া ডি সিলভাও দ্রুত ব্যাট চালাচ্ছেন।
যদিও দ্বিতীয় ইনিংসে দাপুটে শুরু করা হয়নি শ্রীলঙ্কার। তৃতীয় দিন ১৭ রান তুলতেই ২ উইকেট হারায় তারা। চতুর্থ দিন দলীয় ৩৯ রানে আরেকটি উইকেট হারায় তারা। তবে বাংলাদেশের স্পিনারদের তোপ সামলে নিয়ে লিড বাড়িয়ে নিচ্ছেন করুণারত্নে ও ধনঞ্জয়া। ২৫ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের সংগ্রহ ৯৭ রান। ইতোমধ্যে ৩৩৯ রানের লিড পেয়ে গেছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসেই ২৪২ রানের লিড পেয়েছিল তারা।
করুনারত্নে ৭১ বলে ৫৮ ও ধনঞ্জয়া ৩৪ বলে ২৩ রানে ব্যাটিং করছেন। এই সিরিজে করুনারত্নের ব্যাটে রানের ফোয়ারা বইছে। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৪৪ রানের ইনিংস খেলেন বাঁহাতি এই ওপেনার। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেনি শ্রীলঙ্কা। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংস ১১৮ রান করেন করুনারত্নে। এবার আরও একটি হাফ সেঞ্চুরি তুলে নিলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
৭ ওভারে ২ উইকেটে ১৭ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করে শ্রীলঙ্কা। চতুর্থ দিনে উইকেট হারানোর কথা না ভেবে লিড বড় করায় মনোযোগ দিয়েছে স্বাগতিকরা। এদিন ১৮ ওভারে ৮০ রান তুলেছেন স্বাগতিক দলের ব্যাটসম্যানরা। শ্রীলঙ্কার যাওয়া তিনটি উইকেটই নিয়েছেন বাংলাদেশের স্পিনাররা। তাইজুল ইসলাম ২টি ও মেহেদী হাসান মিরাজ একটি উইকেট পেয়েছেন।