কাল থেকে জেলার ভেতর গণপরিবহন চলবে
১৬ মে পর্যন্ত বর্ধিত লকডাউন চলাকালীন জেলা ও শহরের ভেতর গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তবে, আন্তঃজেলা বাস চলাচল আগের মতোই বন্ধ থাকবে। বুধবার (৫ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপনে এসব জানানো হয়।
এছাড়া, পূর্ববর্তী নির্দেশনা অনুযায়ী ট্রেন ও লঞ্চ চলাচলও বন্ধ থাকবে।
বাংলাদেশে মহামারির সেকেন্ড ওয়েভের কারণে ৫-১১ এপ্রিল পর্যন্ত সীমিত পরিসরে নিষেধাজ্ঞা জারি করা হয়।
পরবর্তী সময়ে ১৪ এপ্রিল থেকে দেশব্যাপী এক সপ্তাহের লকডাউন জারি করা হয়। এই লকডাউনের মেয়াদ দুই দফায় ২৮ এপ্রিল ও ৫ মে পর্যন্ত বাড়ানো হয়।
তবে শপিং মল ও দোকান-পাটের ক্ষেত্রে নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে সরকার।
পার্শ্ববর্তী দেশ ভারতে মহামারির সেকেন্ড ওয়েভ ভয়াবহ রূপ নেওয়ায় ২৬ এপ্রিল থেকে ১৪ দিনের জন্য দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ রাখা হয়েছে।