সাকিব-মুস্তাফিজ কোয়ারেন্টিনে, বাকিদেরও ঘরবন্দি ঈদ উদযাপন
স্বাভাবিক জীবন-যাপন ফেরেনি, গতবারের মতো এবারও করোনাভাইরাসের প্রভাবে ঘরবন্দি হয়ে থাকতে হচ্ছে সবাইকে। এর মাঝেই পালিত হচ্ছে ঈদ-উল-ফিতর। সাধারণ মানুষেরা নিজেদের মতো করে চলাফেরা করতে পারলেও জাতীয় দলের ক্রিকেটারদের সেই সুযোগ নেই। শ্রীলঙ্কা সিরিজ ঘনিয়ে আসায় ক্রিকেটারদের কড়া নির্দেশনা দিয়ে রেখেছে বিসিবি।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটারদের বলে দেওয়া হয়েছে, পরিস্থিতির কথা মাথায় রেখে যেন সাবধানতা অবলম্বন করেন তারা। চলাফেরা, সামাজিকতা; প্রতিটি ক্ষেত্রেই সতর্ক থাকতে বলা হয়েছে ক্রিকেটারদের। সবকিছু মাথায় রেখে ক্রিকেটাররা সতর্কভাবেই ঈদ উদযাপন করছেন।
বিসিবির নির্দেশনা মেনে ঈদ উদযাপন করা ক্রিকেটাররা ভক্ত, সমর্থক ও ক্রিকেটমোদীদেরও নিরাপদে থাকার অনুরোধ করছেন জানিয়েছেন। ঈদের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়ে সবাইকে সতর্ক করেছেন ক্রিকেটাররা।
স্ত্রী-সন্তানের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, 'আল্লাহ আমাদের ও আপনাদের পক্ষ থেকে কবুল করুন। সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। যে যেখানেই আছেন, সুস্থ থাকুন ও পরিবারের সঙ্গে নিরাপদে ঈদ করুন।'
আইপিএল খেলে দেশে ফেরা সাকিব আল হাসান আছেন কোয়ারেন্টিনে। সবাইকে তাদের প্রিয়জনকে সুরক্ষায় রাখার পরামর্শ দিয়ে বাংলাদেশ অলরাউন্ডার লিখেছেন, 'এই ঈদে আসুন আমরা আমাদের প্রিয়জনদের সুরক্ষার জন্য ঘরে থেকে উদযাপন করি। সবার জীবনে বয়ে আনুক আশীর্বাদ ও আনন্দ। সবাইকে ঈদ মোবারক!'
রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলে আসা মুস্তাফিজুর রহমানও স্ত্রীকে নিয়ে কোয়ারেন্টিনে আছেন। বাংলাদেশের বাঁহাতি এই পেসার নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, 'সবাইকে ঈদের শুভেচ্ছা। মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন ও নিরাপদে থাকুন।'
বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, 'ঈদের আনন্দে পরিপূর্ণ হোক আপনার ঘর। ফিরে আসুক আবার চিরায়ত উৎসবের ঈদ আমাদের জীবনে। সর্বস্তরের পরিবার-পরিজনদের জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।'
শ্রীলঙ্কা সফরে দারুণ বোলিং করা ডানহাতি পেসার তাসকিন আহমেদ বাবার সঙ্গে তোলা ছবি পোস্ট করে লিখেছেন, 'যে যেখানেই আছেন, সুস্থ থাকুন ও পরিবারের সঙ্গে নিরাপদে ঈদ করুন।' অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন লিখেছেন, 'আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ কাটুক পরিবার-পরিজনদের সাথে আনন্দে।'
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডের প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা গত ২ থেকে ১১ মে পর্যন্ত অনুশীলন করেছেন। ঈদের পর ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। ওই দল নিয়ে অনুশীলন শুরু হবে ১৮ মে। চূড়ান্ত দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের করোনা পরীক্ষার মাধ্যমে জৈব সুরক্ষা বলয়ে নিয়ে অনুশীলন করানো হবে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১৬ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা দল। এসে সাতদিনের কোয়ারেন্টিন করতে হবে লঙ্কানদের, এর মধ্যে তিন দিন রুম কোয়ারেন্টিন। ২৩ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। পরের দুটি ওয়ানডে ২৫ ও ২৮ মে মিরপুরেই অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির।