পার্কজুড়ে রোপন করা হলো মরা গাছ, কিন্তু কেন?
আমেরিকান আর্কিটেক্ট ও ভাস্কর মায়া লিন দেশটির ম্যানহাটনের একটি পার্কে বেশ কিছু মরা গাছ রোপন করেছেন। মরা গাছের সঙ্গে শিল্পের সমন্বয় হয়তো খানিকটা বেমানান, নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার পার্কে ওই শিল্পীর বিন্যাসে তা এক অন্য রকম অর্থ ও আবহ ফুটিয়ে তুলেছে।
প্রতিনিয়ত বন উজাড় করে ফেলার মারাত্মক বিপদের ইঙ্গিত রেখে এভাবেই জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতার একটি বার্তা দিতে চেয়েছেন লিন।
তার ওই প্রদর্শনীর নাম, 'গোস্ট ফরেস্ট'।
ওয়াশিংটন ডিসির ভিয়েতনাম ভেটারেনস মেমোরিয়ালের ডিজাইনার মায়া লিন জানান, ম্যাডিসন স্কয়ার পার্ক কনজারভেন্সির কাছ থেকে সেখানে ক্ষণস্থায়ী কোনো শিল্পকর্ম সৃষ্টির আমন্ত্রণ পেয়ে তিনি গাছের প্রয়োজনীয়তা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশে এই 'গোস্ট ফরেস্ট' তৈরি করেছেন।
নিউ জার্সির পাইন ব্যারেনস অরণ্যে লবণাক্ত পানির জলাবদ্ধতার শিকার হয়ে মারা যাওয়া অসংখ্য গাছের মধ্য থেকে ৪৯টি অ্যাটলান্টিক হোয়াইট সিডার গাছ ব্যবহার করেছেন তিনি।
ম্যাডিসন স্কয়ার পার্ক কনজারভেন্সি এবং পরিবেশবাদী সংগঠন ন্যাচারাল এরিয়াস কনজারভেন্সি নিউইউর্ক শহরজুড়ে এক হাজার গাছ রোপনের এক উদ্যোগ নিয়েছে। লিনের এই শিল্পকর্ম সেই প্রচারণার অংশ।
'জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমরা প্রকৃতিভিত্তিক সমাধানের ওপরই জোর দিতে চাই। আমার ধারণা, এ জন্য খুব বেশি সময় হাতে নেই আমাদের,' বলেন লিন।
তার 'গোস্ট ফরেস্ট' প্রদর্শনীটি আগামী নভেম্বর পর্যন্ত চলবে।
-
সূত্র: সিএনএন