মাহমুদউল্লাহ-সৌম্যর ব্যাটে রান, পারেননি সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। বিকেএসপিতে বৃহস্পতিবার নিজেদের মধ্যে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা।
৫০ ওভারের ম্যাচ হলেও ৫ ওভার কমিয়ে দেওয়া হয়েছে। প্রথমে ব্যাটিং করে ৩ উইকেটে ২৮৪ রান তুলেছে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বিসিবি সবুজ দল। রান পেয়েছেন মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখরা। সাকিব আল হাসান থেমেছেন ২৮ রান করে।
শুরুটা দারুণ করে সবুজ দল। উদ্বোধনী জুটিতে ১১৩ রান যোগ করেন দুই ওপেনার নাঈম শেখ ও সৌম্য সরকার। নাঈম ৪৩ বলে ৫টি চারে ৩৮ রান করে স্বেচ্ছায় মাঠ ছাড়লেও সৌম্য শেষ পর্যন্ত ব্যাটিং করেন। বাঁহাতি এই ব্যাটসম্যান ৭০ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৬০ রানে অপরাজিত থাকেন।
এরপর উইকেটে গিয়ে চড়া মেজাজে ব্যাটিং করলেও ইনিংস বড় করতে পারেননি সাকিব। বাঁহাতি এই অলরাউন্ডার ২০ বলে ২৮ রান করে মাহেদী হাসানের বলে আউট হন। পরের ওভারে মোহাম্মদ মিঠুনকেও বিদায় করেন ডানহাতি এই অফ স্পিনার।
এরপর সবুজ দলকে বড় রানের পথে এগিয়ে নিয়ে যান অধিনায়ক মাহমুদউল্লাহ ও আফিফ হোসেন ধ্রুব। ৫৪ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৬২ রান করে স্বেচ্ছায় ব্যাটিং ছাড়েন মাহমুদউল্লাহ। আফিফ আরও দ্রুত গতিতে রান তুলেছেন। বাঁহাতি এই ব্যাটসম্যান ৫৪ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৬৪ রান করে স্বেচ্ছায় মাঠ ছাড়েন।
মেহেদী হাসান মিরাজ ১৭ রান করে তরুণ পেসার শরিফুল ইসলামের বলে আউট হন। আমিনুল ইসলাম বিপ্লব ৩ রানে অপরাজিত থাকেন। বিসিবি লাল দলের মাহেদী হাসান ২টি ও শরিফুল একটি উইকেট নিয়েছেন।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গত ১৬ মে সকালে ঢাকা আসে শ্রীলঙ্কা দল। ১৯ মে থেকে ছোট ছোট ভাগে ভাগ হয়ে অনুশীলন শুরু করেছে তারা। দুই দিন অনুশীলনের পর ২১ মে বিকেএসপিতে নিজেদের মধ্যে ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দলটিও।
২৩ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। পরের দুটি ওয়ানডে ২৫ ও ২৮ মে মিরপুরেই অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির।
বিসিবি লাল দল: তামিম ইকবাল (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
বিসিবি সবুজ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব।