তিন-শূন্যের মিশনে বাংলাদেশ
প্রিয় ফরম্যাট ওয়ানডে, আর এই ফরম্যাটে খেলা যদি হয় ঘরের মাঠে, বাংলাদেশকে আটকায় কে! ২০১৫ বিশ্বকাপের পর ঘরের মাঠে ১১টি সিরিজ খেলে ১০টিতেই জিতেছে বাংলাদেশ। এই সময়ে ঘরের মাঠে জয়ের গড়েও (৭৬% গড়) সব দেশের চেয়ে এগিয়ে বাংলাদেশ।
ঘরের মাঠে বাংলাদেশ কতোটা শক্তিশালী, ভালোভাবেই টের পাচ্ছে শ্রীলঙ্কা। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে তামিম ইকবালের দল। তৃতীয় ম্যাচটি জিতে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য এখন বাংলাদেশের। ম্যাচের আগেরদিন এমনই জানিয়েছেন দলের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।
সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এগিয়ে থাকা যেকোনো দলই প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের তেতো স্বাদ দিতে চায়। বাংলাদেশের লক্ষ্যও অভিন্ন। তৃতীয় ম্যাচের আগের এ নিয়ে প্রশ্ন করায় মাহমুদউল্লাহ এক কথাতেই লক্ষ্যের কথা জানিয়ে দিলেন। লক্ষ্য ৩-০ কিনা, এমন প্রশ্নে মাহমুদউল্লাহ বলে ওঠেন, 'অবশ্যই তিন-শূন্য লক্ষ্য।'
সিরিজ জয়ের পাশাপাশি ঘরের মাঠে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করাতেও ধারাবাহিক হয়ে উঠেছে বাংলাদেশ। এখন পর্যন্ত ১৩টি সিরিজে বিপক্ষ দলকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। সর্বশেষ দুটি ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবগুলো ম্যাচ জিতেছে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে তৃতীয় ওয়ানডে জিতলে বাংলাদেশের ভালো লাগার খতায় যোগ হবে আরও একটি হোয়াইটওয়াশ করার তৃপ্তি।
হোয়াইটওয়াশের পাশাপাশি ওয়ানডে সুপার লিগের পয়েন্টেও নজর আছে বর্তমানে শীর্ষে থাকা বাংলাদেশের। তাই প্রতিটা ম্যাচই বাংলাদেশের কাছে সমান গুরুত্বের। মাহমুদউল্লাহ বলেন, 'অবশ্যই প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। যেহেতু বিশ্বকাপে কোয়ালিফাইংয়ের একটা বিষয় থাকে।'
'প্রতিটি ম্যাচই আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ এবং যেহেতু আরেকটা সুযোগ আছে ১০ পয়েন্ট পাওয়ার, তাহলে কেন নয়? আমি যেটা বললাম আমরা আমাদের সেরা পারফরম্যান্সটা দিতে পারিনি। তো আমরা ওটাই দেওয়ার চেষ্টা করব, এই ম্যাচটা জিতে ১০টা পয়েন্ট নেওয়ার চেষ্ট করব।' যোগ করেন মাহমুদউল্লাহ।
সিরিজের তৃতীয় ওয়ানডেতে শুক্রবার দুপুর একটায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ জয়ের পাশাপাশি ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠেছে বাংলাদেশ। তৃতীয় ওয়ানডে জিতে জায়গটা আরও পোক্ত করার লক্ষ্যে তামিমবাহিনী।