‘লকডাউন’ বাড়ল ১৫ জুলাই পর্যন্ত
কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় আগামী ১৫ জুলাই পর্যন্ত দেশব্যাপী লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার (১৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুমোদনের পর এক প্রজ্ঞাপন জারি করে এই সিদ্ধান্ত জানিয়েছে।
এর আগে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী চলমান কোভিড-১৯ বিধি-নিষেধ (বা, লকডাউন) ১৬ জুন মধ্যরাত পর্যন্ত বাড়িয়েছিল সরকার।
শেষ ঘোষণা অনুযায়ী, জরুরি সেবা বাদে দেশের সব সরকারি কার্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া, বাকি সবকিছু সীমিত পরিসরে খোলা থাকবে।
অর্ধেক ধারণ ক্ষমতা নিয়ে সকাল ৬টা-রাত ১০টা পর্যন্ত রেস্টুরেন্ট খোলা রাখা যাবে। তবে, সব পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্রও এ সময়ে বন্ধ থাকবে।
এ সময়ে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সমাবেশও নিষিদ্ধ থাকবে।
স্বাস্থ্যবিধি মেনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল করতে পারবে।