লাইসেন্স স্থগিতকরণের প্রতিবাদে চট্টগ্রাম কাস্টম হাউসে সিএন্ডএফ এজেন্টদের কর্মবিরতি
লাইসেন্স স্থগিতকরণের প্রতিবাদে দেশের সবচেয়ে বড় শুল্ক স্টেশন চট্টগ্রাম কাস্টম হাউসে কর্মবিরতি পালন করছে চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন।
বৃহষ্পতিবার (১৭ জুন) সকাল ৯টা থেকে প্রায় পাঁচশত সিএন্ডএফ এজেন্ট এই কর্মসূচী পালন করছে। এতে বন্ধ রয়েছে শুল্ক আদায়।
প্রতিদিন চট্টগ্রাম কাস্টম হাউসে ৭ হাজার বিল অব এন্ট্রি দাখিল হয়। দৈনিক রাজস্ব আদায় হয় ১৫০ থেকে ২০০ কোটি টাকা।
চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, '৬০ হাজার টাকা ঘুষ না দেওয়ায় গতকাল বুধবার ৮-বি শুল্কায়ন শাখার রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন সিএন্ডএফ এজেন্ট 'প্রাইম ক্লিয়ারিং হাউসেস' এর মালিক রফিকুল ইসলামের সাথে অসৌজন্য আচরণ করেছেন। এমন অন্যায় আচরণ করেও কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভুল বার্তা দিয়ে মাত্র ১০ মিনিটের মাথায় ওই সিএন্ডএফ এজেন্টের লাইসেন্স স্থগিত করিয়েছে। এটি নজিরবিহীন ঘটনা'।
'এই ঘটনার প্রতিবাদে আমরা বৃহষ্পতিবার সকাল থেকে কর্মবিরতি পালন করছি। আমাদের ফেডারেশনের সাথে আলোচনা চলছে'।
কাস্টম কর্মকর্তাদের এমন অপেশাদার আচরণের প্রতিবাদে সারা দেশের শুল্ক স্টেশনে আমরা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি বলে জানান তিনি।
প্রাইম ক্লিয়ারিং হাউসেস এর প্রোপ্রাইটর রফিকুল ইসলাম টিবিএসকে বলেন, 'চায়না থেকে আমদানি হওয়া কার্টার (কার্টার মেশিন) খালাসের জন্য শুল্কায়ন চলছিল ৮ -বি শুল্কায়ন শাখায়। শুল্কায়ন প্রক্রিয়ায় রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন বিভিন্নভাবে হয়রানি করছিলেন। তার চাহিদামতো ঘুষ না দেওয়ায় আমাকে হেনস্তা করে উল্টো ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে গিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করেছে'।
এদিকে কর্মবিরতি কর্মসূচী পালন করায় সিএন্ডএফ এজেন্ট কর্মীরা কাস্টমসের প্রধান ফটকে অবস্থান করছেন। কাস্টম কর্মকর্তারা নিজেদের দপ্তরে অবস্থান করলেও কাজ না থাকায় অলস বসে আছেন।
তবে অভিযোগ অস্বীকার করে রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, 'শুল্কায়নে অনৈতিক সুবিধা নিতে চেয়েছিলেন সিএন্ডএফ এজেন্ট মালিক রফিকুল ইসলাম। তার প্রস্তাব গ্রহণ না করায় আমাকে মারতে উদ্যত হন। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করেছি'।
চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার সুলতান মাহমুদ বলেন, 'কাস্টমস কর্মকর্তার সাথে অসৌজন্য আচরণের কারণে বুধবার প্রাইম ক্লিয়ারিং হাউসেস এর লাইসেন্স স্থগিত করা হয়েছে। আশা করছি শিগগিরই কাস্টমসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে সিএন্ডএফ এজেন্টরা কর্মবিরতি প্রত্যাহার করবেন'।