ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ককটেল বিস্ফোরণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে এ বিস্ফোরণ ঘটে। এতে কেউ আহত হননি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
এর আগে গত ২৬ ডিসেম্বর মধুর ক্যান্টিনের পশ্চিম পাশের দরজার সামনে একটি ককটেল পড়ে থাকতে দেখা যায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম সেখানে যায় এবং পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা গিয়ে বেলা ১২টার দিকে ওই ককটেলে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটায়।
তদন্ত করে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান প্রক্টর।