র্যাগিংয়ের অভিযোগে জাবির সাংবাদিকতা বিভাগের ১১ শিক্ষার্থীকে বহিষ্কার
র্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১১ শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
তারা হলেন- শহীদ সালাম বরকত হলের হারুন-অর-রশিদ ও মুহাম্মদ মাহাবুবুল আলম, মাওলানা ভাসানী হলের মো. রাইসুল ইসলাম রাজু, তাওসিফ আব্দুল্লাহ, সালগ্না রিমা, জাকির হোসেন জীবন ও মো. মাহবুবুল আলম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের এনামুল হক তামিম, বেগম খালেদা জিয়া হলের সায়মা লিমা ও ফারিহা বিনতে হক। তারা সবাই গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী।
জাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ জানান, ‘গত বছরের ১৫ এপ্রিল ওই বিভাগের ৪৮তম ব্যাচের এক শিক্ষার্থীকে র্যাগিং করার অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। এরপর তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এই পদক্ষেপ নেয়।’
এছাড়া র্যাগিংয়ের শিকার হওয়া সত্ত্বেও তথ্য গোপন করার অপরাধে ১৬ শিক্ষার্থীকে সতর্কীকরণ নোটিশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।