জব্দ করা ১৮ ব্রাহমা গরুর একটি মারা গেছে
গতকাল মঙ্গলবার (৬ জুলাই) সাভার ডেইরি ফার্মে নেওয়ার সময় ঢাকা বিমানবন্দরে জব্দ করা ১৮ ব্রাহমা জাতের গরুর মধ্যে একটি গরু মারা গেছে।
আজ বুধবার (৭ জুলাই) ঢাকা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. কাজী রফিজকুজ্জামান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সাদেক এগ্রো-র মালিক ইমরান হোসেন অভিযোগ করেছেন, 'প্রাণিসম্পদ অধিদপ্তরের গাফিলতির জন্য গরুটি মারা গেছে।'
গত সোমবার মধ্যরাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস কর্মকর্তারা ব্রাহমা জাতের ১৮টি গরু জব্দ করেন। পশুগুলো যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হয়েছিল। সোমবার দুপুরে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পশুগুলো বিমানবন্দরে আসে।
যুক্তরাষ্ট্রের টেক্সাসের সেঞ্চুরিয়ন ওয়ার্ল্ড লজিস্টিকস এলএলসি সালফার স্প্রিংসের কাছ থেকে ১৩-৬০ মাস বয়সের গরুগুলোকে আমদানি করে সাদিক এগ্রো।
বাংলাদেশে ব্রাহমা জাতের গরু আমদানি নিষিদ্ধ। এছাড়া আমদানিকারককেও পাওয়া যায়নি। এ কারণে গরুগুলোকে জব্দ করা হয়।
প্রসঙ্গত, বাংলাদেশে দুগ্ধ উৎপাদন খাতকে সুরক্ষা দেবার জন্য এ জাতের গরু আমদানি নিষিদ্ধ করা হয়েছে।