ডকইয়ার্ডে মেরামতের সময় চট্টগ্রামে জাহাজে আগুন
চট্টগ্রামের কর্ণফুলী থানার নদীর দক্ষিণ পাড় এলাকায় মৎস্য কর্পোরেশনের ডক ইয়ার্ডে মেরামতের সময় একটি জাহাজে আগুন লাগার ঘটনা ঘটে।
চট্টগ্রামের কর্ণফুলী থানার নদীর দক্ষিণ পাড় এলাকায় মৎস্য কর্পোরেশনের ডক ইয়ার্ডে মেরামতের সময় একটি জাহাজে আগুন লেগেছে। সোমবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ৯টি গাড়ি আগুন নিয়ন্ত্রনে আনে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জসিম উদ্দিন জানান, সোমবার সকালেকাজল নামের একটি জাহাজে ওয়েল্ডিং করার সময় আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের ৯টি গাড়ি সকাল ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।