লকডাউন ভেঙে বামন গরু রানিকে দেখতে ‘চূড়ান্ত পাগলামি’
কোভিড-১৯ বিধিমালা ও লকডাউন ভেঙে হুমড়ি খেয়ে রানিকে দেখতে আসার ঘটনাকে চূড়ান্ত পাগলামি হিসেবে বর্ণনা করেছে মার্কিন পত্রিকা নিউইয়র্ক পোস্ট।
শনিবার (১০ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে রানিকে ঘিরে 'তামাশা' দেখতে মানুষের ভিড় জমানোর কথা উল্লেখ করে পত্রিকাটি।
ইতোমধ্যে, বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনের বরাতে বিভিন্ন দেশের গণমাধ্যমে রানির খবর প্রকাশিত হয়েছে।
২৩ মাস বয়সী খর্বাকৃতি গরু রানি বিশ্বের সবথেকে ছোট গরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় রানির ছবি। সাভারের আশুলিয়ার চারিগ্রামে শিকড় এগ্রো লিমিটেডে রানিকে দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ।
'বক্সার ভূট্টি" প্রজাতির ২০ ইঞ্চি উচ্চতার রানির দৈর্ঘ্য মাত্র ২৫ ইঞ্চি।
শিকড় অ্যাগ্রো ফার্মের ব্যবস্থাপক এম এ হাসান হাওলাদার জানান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ আগামী তিন মাসের ভেতর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে সিদ্ধান্ত জানাবে।
"গত তিন দিনেই রানিকে ১৫ হাজারের বেশি মানুষ দেখতে এসেছে। করোনাভাইরাসের কারণে লকডাউন থাকা সত্ত্বেও দূর-দূরান্ত থেকে মানুষ আসছে। বেশিরভাগ মানুষই রানির সাথে সেলফি তুলতে চান," জানান তিনি।
চলতি সপ্তাহে কোভিড আক্রান্তদের মৃত্যু সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হুমড়ি খেয়ে পড়া মানুষদের নিয়ে বাংলাদেশি কর্মকর্তারা চিন্তিত বলে জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুসারে, বাংলাদেশে মহামারি শুরু হওয়ার পর শুক্রবার মৃতের সংখ্যা সর্বোচ্চ ২১১ জনে গিয়ে পৌঁছে।
গত ১৪ জুলাই থেকে দেশে কঠোর লকডাউন চলছে। সরকারের আঞ্চলিক প্রধান পশু চিকিৎসক সাজেদুল ইসলাম এএফপি গণমাধ্যম প্রতিনিধিকে বলেন, "খামারে এত মানুষ আসতে দেওয়া ঠিক হবে না বলে আমি তাদের সতর্ক করেছি। তাদের মাধ্যমে বাহিত রোগে রানি অসুস্থ হয়ে পড়তে পারে।"
তিনি আরও জানান, বামন এই গরু জেনেটিক প্রজননের ফলাফল। রানির আর বেড়ে উঠার সম্ভাবনাও নেই।