ঈদের আগেই চালু হতে পারে গণপরিবহন, দোকানপাট
চলমান কঠোর লকডাউনের মধ্যে কিছু নিষেধাজ্ঞা শিথিল হয়ে আসতে পারে, বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে চালু হতে পারে গণপরিবহন, খুলতে পারে শপিং মল।
মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রের বরাতে প্রথম আলোর প্রতিবেদনে জানানো হয়, কুরবানির হাটের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন ও শপিং মল, দোকানপাট খুলে দেওয়া হতে পারে।
শ্রমজীবী মানুষসহ জীবিকার দিক বিবেচনা করে ঈদের আগে বিধিনিষেধ শিথিল করা হতে পারে, সরকারি সূত্রগুলো জানিয়েছে বলে উল্লেখ করা হয়।
আগামী ১৪ জুলাই-ই চলতি লকডাউনের মেয়াদ শেষ হতে যাচ্ছে, তাই এরমধ্যেই বিধি-নিষেধ তুলে নেওয়ার ব্যাপারে আলোচনা চলছে।
এর আগে ১ জুলাই থেকে দেশব্যাপী কঠোর লকডাউন জারি করে সরকার, পরবর্তী সময়ে লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়।
এদিকে প্রতিদিনই দেশের করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতি হচ্ছে। গতকাল রোববার (১১ জুলাই) দেশে একদিনে আবারও সর্বোচ্চ মৃত্যু ও সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। এ সময় কোভিডজনিত কারণে ২৩০ জনের মৃত্যু হয়, নতুন শনাক্ত হয় ১১,৮৭৪ জন। একই সময়ে পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল ২৯ দশমিক ৬৭ শতাংশ।a