কঠোর লকডাউনে চালু থাকবে খাদ্য, ঔষধ ও চামড়া কারখানা; বন্ধ পোশাক কারখানা
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় ঈদের পর ২৩ জানুয়ারি থেকে ১৪ দিনের জন্য যে কঠোর লকডাউন শুরু হবে সেসময় খাদ্য, ঔষধ ও চামড়া কারখানাকে বিধি-নিষেধের বাইরে রাখতে প্রজ্ঞাপন দিয়েছে সরকার।
সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।
সেখানে বলা হয়, প্রক্রিয়াজাতকরণ মিল কারখানা; খাদ্য ও খাদ্যদ্রব্য উৎপাদন, কোরবানির পশুর চামড়া পরিবহন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ; এবং ঔষধ, অক্সিজেন ও কোভিড-১৯ প্রতিরোধে ব্যবহারের জন্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনকারী শিল্প বিধি-নিষেধের আওতা বহির্ভূত থাকবে।
পরবর্তী লকডাউনে পোশাক কারখানা চালু রাখার বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করেনি সরকার।