এবার দাদাগিরিতে নোবেল
গত বছর জি বাংলার সঙ্গীতবিষয়ক জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’য় অংশ নেন বাংলাদেশের ছেলে মাইনুল আহসান নোবেল। প্রতিযোগিতা শেষে রানারআপ হয়ে দেশে ফেরেন তিনি। ব্যস্ত থাকেন দেশি-বিদেশি স্টেজ শো নিয়ে। এবার তিনি অংশ নিলেন জি বাংলার আরেক জনপ্রিয় অনুষ্ঠান দাদাগিরিতে।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কিংবদন্তি ক্রিকেটার ও ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। আজ জি বাংলায় দাদাগিরির এই পর্বটি প্রচারিত হবে।
এ অনুষ্ঠানে অংশ নিতে ও ভারতের বেশ কয়েকটি স্টেজ শোতে অংশ নেওয়ার জন্য নোবেল এখন রয়েছেন কলকাতায়। সেখান থেকে তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, এটা আমার জন্য দারুণ অভিজ্ঞতা। অনেকদিন পর আমার চেনা প্লাটফর্ম জি বাংলার একটা অনুষ্ঠানে অংশ নিলাম। ভালো লেগেছে। আমার ভক্তরা আমাকে অনেকদিন পর আবার টেলিভিশনে দেখবেন।
নোবেলের এই পর্বে অংশ নিয়েছেন ভারতের ক্রিকেট দলের কয়েকজন। এ তালিকায় আছেন বীরন্দর শেহবাগ, হরভোজন সিংয়ের মতো তারকারা। তাদের গেম খেলার ফাঁকে গান করেছেন নোবেল। মোট তিনটি হিন্দি গান গাইতে হয়েছে তাকে। এছাড়াও এই অনুষ্ঠানে গান করেছেন উষা উত্থপ ও ডালের মেহেন্দী।