পৃথিবীর চেয়ে সাত গুণ বড় গ্রহ আবিষ্কার করলো স্কুলছাত্র
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা-নাসাতে ইন্টার্নশিপ করতে গিয়ে মাত্র তিনদিনের মাথায় নতুন একটি গ্রহ আবিষ্কার করে সাড়া ফেলেছে নিউইয়র্কের এক কিশোর।
উলফ কুকিয়ার নামে ১৭ বছর বয়সী ওই স্কুলছাত্র দেশটির মেরিল্যান্ডে অবস্থিত নাসার গডডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে ইন্টার্ন করছিল। প্রতিষ্ঠানটি থেকে দেওয়া প্রথম অ্যাসাইনমেন্টেই বাজিমাত করে দেয় সে। খবর ডেইলি মেইলের।
নাসার এলিয়েন হান্টিং স্পেস টেলিস্কোপ দিয়ে কাজ করার সময় কুকিয়ার লক্ষ্য করে, পৃথিবী থেকে ১৩০০ আলোকবর্ষ দূরে দু’টি নক্ষত্রকে প্রদক্ষিণ করছে ওই গ্রহটি।
নতুন আবিষ্কৃত এই গ্রহটির নাম দেওয়া হয়েছে টিওআই ১৩৩৮বি। গ্রহটি আকারে পৃথিবীর চেয়ে সাতগুণ বড়।
নাসার বিজ্ঞানীরা বলেছেন, গ্রহটি ওই জোড়া নক্ষত্রকে ৯৩ থেকে ৯৫ দিনে একবার করে প্রদক্ষিণ করে।
হাইস্কুলের ছাত্র কুকিয়ার বলেন, গ্রহটি দেখতে অনেকটা বিজ্ঞান কল্পকাহিনী নিয়ে বানানো সিরিজ স্টার ওয়ারর্সের একটি গ্রহের মতো।
মার্কিন গণমাধ্যম সিএনবিসিকে কুকিয়ার জানায়, “ইন্টার্নশিপের তৃতীয় দিনে আমি একটি সিগন্যাল লক্ষ্য করলাম। প্রথমে ভাবলাম, এটি নক্ষত্রের গ্রহণ। কিন্তু পরে বুঝতে পারলাম এটি মূলত একটি গ্রহ।”
অল্প বয়সেই এমন দারুণ আবিষ্কারের ফলে মার্কিন গণমাধ্যমগুলোতে ওই বিজ্ঞানীর নাম ছড়িয়ে পড়েছে।
হাইস্কুলের সর্বশেষ ধাপ পার করে কুকিয়ার এখন কলেজে ভর্তির জন্য আবেদন করবে।
এদিকে, আবিষ্কৃত এই গ্রহটির ব্যাপারে নতুন তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা।
তারা বলছেন, নক্ষত্রকে ঘিরে আবর্তিত হওয়া এই গ্রহটিতে নিয়মিতই গ্রহণ হয়। টেস নামে ওই টেলিস্কোপ দিয়ে তারা লক্ষ্য করেছেন কীভাবে নক্ষত্রের আলোর পরিবর্তনের ফলে গ্রহটি তাদের টেলিস্কোপে ধরা দেয়।