সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে মৃত ২৪ জনের মরদেহ হস্তান্তর
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডের সেজান জুসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে মারা যাওয়া ২৪ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। বাকি ২১ জনের মরদেহ শনিবার তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
৪৮ জনের মধ্যে যে তিনজনকে শনাক্ত করা যায়নি তাদের পুনরায় ডিএনএ টেস্ট শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বুধবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে সাংবাদিকদের এ তথ্য জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন।
ইমাম হোসেন বলেন, "আজ নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা মেডিকেলের মর্গে রাখা ২৪ শ্রমিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাকি লাশ শনিবার হস্তান্তর করা হবে"।
তিনি আরও বলেন, "মামলায় অনেক অগ্রগতি আছে। আগুন কিভাবে লেগেছে তার কাছাকাছি পৌঁছে গেছি আমরা। খুব শীঘ্রই চার্জশিট দিবো। বিদ্যুতের তার থেকে আগুন লেগেছে। নারায়ণগঞ্জের এডিসি এস এম মাহফুজুর রহমান ইতিমধ্যে নিহতদের পরিবারদের দাফন ও সৎকার বাবদ ২৫ হাজার টাকা করে দিবেন বলে জানিয়েছেন"।