এক ট্রিলিয়নের কোম্পানি বাড়ছে
এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি ডলার মূল্যের কোম্পানির ক্লাবে প্রবেশ করেছে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের মূল কোম্পানি আলফাবেট।
গত বৃহস্পতিবার কোম্পানিটি এ পর্যায়ে উন্নীত হয় বলে সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
আলফাবেটের এ অর্জনের মধ্য দিয়ে প্রথমবারের মতো একই সময়ে কমপক্ষে এক ট্রিলিয়নের তিনটি কোম্পানি পেল যুক্তরাষ্ট্র। চলতি বছর আলফাবেটের শেয়ার বেড়েছে ৮ শতাংশের বেশি।
গত বছরের ডিসেম্বরে কোম্পানিটির প্রধান হিসেবে ল্যারি পেজের জায়গায় গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাইয়ের বসার ঘোষণার পর এমন বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া আলফাবেটের বিজ্ঞাপন ব্যবসায়ও বৃদ্ধি হয়েছে।
২০১৯ সালের তৃতীয় প্রান্তিকে কোম্পানির বিজ্ঞাপনের আয় বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৪০০ কোটি ডলারে, যা আগের বছরের একই সময়ের আয়ের চেয়ে ১৭ শতাংশ বেশি।
ছিটকে পড়েছে অ্যামাজন
২০১৮ সালের আগস্টে প্রথম পাবলিক কোম্পানি হিসেবে এক ট্রিলিয়ন পর্যায়ে পৌঁছায় অ্যাপল। এরপর থেকে কোম্পানিটির উন্নতি অব্যাহত আছে।
দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে এ পর্যায়ে উন্নীত অ্যামাজন এক ট্রিলিয়নের ক্লাব থেকে ছিটকে পড়েছে।