পিয়াসা ও মৌয়ের বিরুদ্ধে সিআইডির রিমান্ড আবেদন খারিজ করেছেন আদালত
মডেল ফারিয়া মাহবুব পিয়াসা এবং মৌ আক্তারের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে করা পৃথক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সিআইডির দায়ের করা আরও পাঁচদিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
রিমান্ড শেষে আজ পিয়াসা ও মৌকে আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ এই আদেশ দেন। পরবর্তীতে, তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গত ১ আগস্ট রাজধানীর বারিধারা আবাসিক এলাকার বাসা থেকে মাদকসহ পিয়াসাকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। একই রাতে মোহাম্মদপুরের বাসা থেকে মৌ আক্তারকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে উচ্চবিত্তদের পার্টির নামে বাসায় ডেকে ব্ল্যাকমেইল করার অভিযোগ আনা হয়।
পরবর্তীতে, জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার একটি আদালতে পিয়াসার আটদিন এবং মৌয়ের চারদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়।