বাংলাদেশের উদযাপনের ভিডিও নিয়ে অস্ট্রেলিয়া দলে গণ্ডগোল
বাংলাদেশ সফরটা সুখের হয়নি অস্ট্রেলিয়ার। পাঁচ ম্যাচের সিরিজে একটিতে জিতেছে তারা, জয় উদযাপন ওই একবারই। সেখানে বাংলাদেশ বিজয় উল্লাস করেছে চারবার, সঙ্গে সিরিজ জয় উদযাপন তো আছেই। ঘরের মাঠের দলটির উদযাপন চেয়ে চেয়ে দেখতে হয়েছে অজিদের। দল হিসেবে নিশ্চয়ই এমন দৃশ্য তাদের কাছে ভালো লাগার মতো কিছু নয়। তাই তো বাংলাদেশের উদযাপনের ভিডিও নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়ায় অস্ট্রেলিয়া দলে গণ্ডগোল বেধে গিয়েছিল।
বাংলাদেশের উদযাপনের ভিডিও কেন প্রকাশ করা হয়েছে, এ নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটের দুই কর্মীর সঙ্গে ঝগড়া বাধিয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার ও ম্যানেজার গ্যাভিন ডোভি। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড তাদের এক প্রতিবেদনে এমনই জানিয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো কোনো সিরিজ জিতেছে বাংলাদেশ। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। প্রথম তিন ম্যাচ জিতে সিরিজে নিজেদের করে নেওয়ায় উচ্ছ্বাসের শেষ ছিল না বাংলাদেশ দলের।
সিরিজ জয় নিশ্চিত হওয়ার পর ড্রেসিং রুমে বাধভাঙা উল্লাস করেন বাংলাদেশের ক্রিকেটাররা। বড় কোনো অর্জনে বাংলাদেশের ক্রিকেটার, কোচিং স্টাফরা 'আমরা করব জয়' গানটি গেয়ে থাকে। এবারের উদযাপনেও এক সঙ্গে এই গানটি গেয়েছেন সাকিব-মাহমুদউল্লাহরা। বাংলাদেশের এই উদযাপনের ভিডিওটি ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এরপরই তেলে-বেগুনে জ্বলে ওঠেন ল্যাঙ্গার ও ডোভি।
সিডনি মর্নিং হেরাল্ডের খবর অনুযায়ী, এই ভিডিও ওয়েবসাইটে প্রকাশ হওয়ার পর প্রবল আপত্তি জানান ল্যাঙ্গার ও ডোভি। তাদের মতে এই ভিডিও দেওয়া কোনোভাবেই উচিত হয়নি। অজিদের ওয়েবসাইটে কাজ করা দুই কর্মীর একজনকে এটা বলেন ডোভি। সে সময় ডোভিকে সমর্থন জানান ল্যাঙ্গার।
ভিডিও দেওয়ার কারণ ব্যাখ্যা করেও ল্যাঙ্গার-ডোভিকে শান্ত করতে পারেননি ওই দুই কর্মী। এক পর্যায়ে ঝগড়া লেগে যায়। হোটেলে অনেকের সামনেই ঘটে ব্যাপারটি। যা ক্রিকেটারদের জন্য বিব্রতকর ছিল বলে জানিয়েছে সিডনি মর্নিং হেরাল্ড।
এ নিয়ে সিডনি মর্নিং হেরাল্ডের সঙ্গে কথা বলেছেন গ্যাভিন ডোভি। অস্ট্রেলিয়া দলের ম্যানেজার বলেছেন, 'বিষয়টিতে আমাদের মতপার্থক্য ছিল। মতপার্থক্যের এই বিষয়টি আমরা মেনে নিয়েছি। তবে এটি এমন একটা আলোচনা ছিল, যেটি সবার অন্তরালে হওয়া উচিত ছিল। বিষয়টির দায়িত্ব আমি পুরোপুরি নিজের কাঁধে তুলে নিচ্ছি।'
যদিও ব্যাপারটি খারাপ অবস্থায় যায়নি বলে দাবি করেন ডোভি। তিনি বলেন. 'একটি সুস্থ মানসিকতার দলের মধ্যে সৎ ও খোলামেলা আলোচনার জায়গা থাকে। এই আলোচনা হতে পারে ক্রিকেটার, সাপোর্ট স্টাফ বা অন্যদের মধ্যে। আমাদের ক্ষেত্রেও সেটাই হয়েছে।'