৭৪ বছর পর ইংলিশ লিগে ফিরেই আর্সেনালকে হারাল ব্রেন্টফোর্ড
শুরু হয়ে গেল নতুন মৌসুম, শুক্রবার মাঠে গড়ালো ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল)। শুরুতেই হোঁচট খেল আর্সেনাল। ২৫ বছরের মধ্যে প্রথমবারের মতো ইউরোপীয় প্রতিযোগিতায় জায়গা পেতে ব্যর্থ হওয়া আর্সেনালকে হতাশ করে দীর্ঘ সময় পর ইংলিশ লিগে ফেরার পর্ব রাঙাল ব্রেন্টফোর্ড। দারুণ এক জয়ে মিশন শুরু হলো দলটির।
শুক্রবার রাতে ইংলিশ লিগের ২০২১-২২ মৌসুমের প্রথম ম্যাচে আর্সেনালকে ২-০ গোলে হারিয়েছে ব্রেন্টফোর্ড। দলটির হয়ে গোল করেন সের্হি কানোস ও ক্রিশ্চিয়ান নোয়াকো।
১৯৪৭ সালে ইংলিশদের শীর্ষ এই লিগে খেলার পর আর জায়গা করে নিতে পারছিল না দলটি। এবার তাদের অপেক্ষা ফুরিয়েছে। ইংলিশ লিগে ৭৪ বছর আগের আর্সেনাল-ব্রেন্টফোর্ড ম্যাচে জিতেছিল আর্সেনাল। অন্য প্রতিযোগিতায় এই দুই দলের দেখা হয় তিন বছর আগে, সেখানেও জেতে আর্সেনাল। কিন্তু এবার উড়লো ব্রেন্টফোর্ডের বিজয় নিশান।
শুক্রবার মাঠে গড়িয়েছে ইউরোপের আরও দুটি শীর্ষ লিগ। মেসিবিহীন লা লিগা মাঠে গড়িয়েছে এদিন। উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে ভ্যালেন্সিয়া। দুই দলের একজন করে ফুটবলার লাল কার্ড দেখার ম্যাচে গেটাফেকে ১-০ গোলে হারিরেছে তারা।
বুন্দেসলিগায় শুরুটা ভালো করতে পারেনি বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। বরুশিয়া-পার্কে মনশেনগ্লাডবাখের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। ম্যাচের দশম মিনিটেই এগিয়ে যায় মনশেনগ্লাডবাখ। ৪২তম মিনিটে দারুণ নৈপুণ্যে গোল করে সমতা টানেন রবার্ট লেভানদোভস্কি। কিন্তু এরপর আর কোনো দলই গোলের দেখা পায়নি।