চীনে থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের সাহায্যের আকুতি
করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে দেশে ফিরতে সহায়তার আকুতি জানিয়েছেন চীনের উহানে থাকা বাংলাদেশি শিক্ষার্থীরা। সাহায্যের আবেদন জানিয়ে তাদের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন।
শিক্ষার্থীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ সহজ করতে একটি হটলাইন নম্বর চালু করেছে বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস।
উহান প্রদেশের শিক্ষার্থীদের পক্ষে ফেসবুকে একটি চিঠি পোস্ট করেছেন ইয়াংজি বিশ্ববিদ্যালয়ের সহকারী শিক্ষক সজিব হোসেন। চিঠিতে শিক্ষার্থীরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
সজিব লেখেন, উহান সিটিতে গত তিন ধরে অচলাবস্থা চলছে। শহরে কোনো গাড়ি চলাচল করছে না। কোনো খাবার, মাস্কও আসছে না।
তিনি লেখেন, গত এক সপ্তাহ ধরে খাদ্য সংকটে ভুগলেও তারা বাইরে যেতে পারছেন না। এ অবস্থা চলতে থাকবে।
উহানে পাঁচ শতাধিক বাংলাদেশি শিক্ষার্থীর বাস জানিয়ে সজিব তাদের জন্য দোয়া করতে বলেন।
ফেসবুক স্ট্যাটাসে কয়েকজনের নম্বর দেওয়া হয়। এর মধ্যে সজিব হোসেনের সঙ্গে +৮৬-১৫৫২৭২১৩১৫১৪, নাঈম হাসানের সঙ্গে +৮৬-১৮৬০২৭৩৬৩৯৬ ও রেজা সুলতানুজ্জামানের সঙ্গে +৮৬-১৩১২৯৯১৫১৪২ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
রাকিবিল তূর্য নামে একজন শিক্ষার্থী ফেসবুকে লেখেন, “সম্প্রতি চায়নাতে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে আক্রান্ত শহর উহানে আমি বাস করছি। এখানে আমরা প্রায় ৫০০ জনেরও অধিক বাংলাদেশি উহানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডিও প্রোগ্রামে অধ্যায়নরত। উহান থেকে বহির্গামী সব বাস-ট্রেন এবং বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।”
তবে বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস শিক্ষার্থীদের আবেদনে সাড়া দিয়েছে বলে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
বাংলাদেশি দূতাবাসের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর দূতাবাসের কর্মকর্তারা সহায়তার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান ইউএনবিকে বলেন, "আমরা এরই মধ্যে চীনের হুবেই বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি।"
তিনি জানান, শিক্ষার্থীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ সহজ করতে বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস একটি হটলাইন নম্বর চালু করেছে। নম্বরটি হলো +(৮৬)-১৭৮০১১১৬০০৫।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, “বেইজিংয়ে আমাদের অ্যাম্বেসিতে হটলাইন খোলা হয়েছে। আমাদের কর্মকর্তা খায়রুল বাসার এবং আসিফ বাংলাদেশিদের করা ২৪৫ সদস্যের We Chat গ্রুপে অন্তর্ভুক্ত হয়েছেন। বিশেষ করে উহান শহরে সরকার কাউকেই বাসা থেকে বের হতে দিচ্ছে না, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে। বিচলিত না হয়ে সরকারি নির্দেশ মেনে চলার জন্য সবাইকে বলা হয়েছে।”
চীনের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে শনিবার পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার এ সংখ্যা ছিল ২৬।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপরিচালক (যিনি একই সঙ্গে যোগাযোগ ও লিয়াজোঁ কর্মকর্তা) করোনা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ দূতাবাসকে নিয়মিতই সবশেষ তথ্য জানাচ্ছেন।