জুমার নামাজের পর সরকার ঘোষণা করবে তালেবান
সহনশীলতার ভিত্তিতে দেশ শাসনের প্রতিশ্রুতি দিয়ে আজ শুক্রবার (৩ আগস্ট) আফগানিস্তানে সরকার গঠন করতে চলেছে তালেবান। এর আগে ঘরোয়া ও আন্তর্জাতিক চাপের মুখে বিশেষ করে নারী অধিকারের ক্ষেত্রে নমনীয় হওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে দলটি।
শুক্রবার জুমার নামাজের পর নতুন প্রশাসনের ঘোষণা হতে পারে বলে এএফপিকে জানিয়েছে তালেবান সূত্র।
বেশকিছু চ্যালেঞ্জ সামনে নিয়েই আজ সরকার গঠন করতে যাচ্ছে দলটি। একদিকে, দেশ শাসনে কঠোরতাকে বাদ দিয়ে সহনশীলতার নীতি গ্রহণ এবং নারী অধিকার নিশ্চিত করার চ্যলেঞ্জ; অন্যদিকে, পানশির উপত্যকা অঞ্চলে সশস্ত্র বিদ্রোহীদের প্রতিহত করার চ্যালেঞ্জের মুখোমুখী হয়েছে দলটি।
এছাড়া পশ্চিমা গোষ্ঠীও তালেবানের নতুন সরকার গঠন দেখার অপেক্ষায় আছে। কারণ দলটির দোহা চুক্তিতে দেওয়া প্রতিশ্রুতি রাখতে পারার উপরেই তাদের সার্বজনীন আন্তর্জাতিক স্বীকৃতি নির্ভর করছে।
এদিকে, আফগানিস্তানে পুনরায় মানবিক ফ্লাইটগুলো চালু হয়েছে বলেও জানা গেছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সঙ্গে উত্তর আফগানিস্তানের মাজার-ই-শরীফ এবং দক্ষিণের কান্দাহার শহরে জাতিসংঘের ফ্লাইট ইতোমধ্যেই চলাচল শুরু করেছে।
সাম্প্রতিক সহিংসতায় হাজার হাজার আফগান নাগরিক অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া, পাকিস্তান এবং ইরানের মতো প্রতিবেশী দেশগুলোতেও প্রায় অর্ধ মিলিয়ন শরণার্থী তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
রাজধানী কাবুলে অবস্থিত দেশের প্রধান বিমানবন্দরটি আপাতত বন্ধ রয়েছে বলে জানা গেছে। তবে, কাতারের প্রযুক্তি বিশেষজ্ঞদের সহায়তায় এটি কয়েক দিনের মধ্যেই পুনরায় চালু হবে বলে আশা করা হচ্ছে।