আইসিটি মামলায় খালাস পেলেন সাংবাদিক প্রবীর শিকদার
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারায় করা মামলায় সাংবাদিক প্রবীর শিকদার খালাস পেয়েছেন।
ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন আজ (বৃহস্পতিবার) এই রায় দেন। রায় ঘোষণার সময় প্রবীর শিকদার আদালতে হাজির ছিলেন। তিনি 'ন্যায়বিচার পেয়েছেন' বলে জানান গণমাধ্যমকে।
বলে রাখা ভালো, এর আগে আদালতে দুই পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষ হয় গত ২২ মার্চ। সাংবাদিক প্রবীর শিকদারের পক্ষে সেদিন আইনজীবী আমিনুল গনী টিটো যুক্তিতর্ক শুনানি করেন।
আদালতের কাছে সেদিন এই আইনজীবী দাবি করেন, ফেসবুকে মানহানিকর কোনো পোস্ট দেননি প্রবীর শিকদার। তিনি নির্দোষ।
অন্যদিকে, প্রবীর শিকদারের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে শুনানিতে আদালতে বলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম শামিম।
বলে রাখা ভালো, ২০১৫ সালের ৬ আগস্ট প্রবীর শিকদারের নামে ফরিদপুর কোতোয়ালি থানায় আইসিটি আইনের ৫৭ ধারায় মামলা করেন জেলা পূজা উদ্যাপন কমিটির উপদেষ্টা স্বপন পাল। সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগ করা হয় এই সাংবাদিকের বিরুদ্ধে। এরপর ঢাকা থেকে গ্রেপ্তার হয়ে জামিনে কারামুক্ত হন প্রবীর শিকদার।
মামলা ও আদালতের নথিপত্র থেকে জানা যায়, সাংবাদিক প্রবীর শিকদারের বিরুদ্ধে ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এই মামলায় ১০ জনের সাক্ষ্য নেয় রাষ্ট্রপক্ষ।
মামলার এজাহারে বলা হয়, নিজ ফেসবুক অ্যাকাউন্টে 'আমার জীবন শঙ্কা তথা মৃত্যুর জন্য যাঁরা দায়ী থাকবেন' শিরোনামে একটি পোস্ট দেন সাংবাদিক প্রবীর শিকদার। সেখানে তিনি তৎকালীন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন-সহ তিনজনের নাম উল্লেখ করেন।
মামলার বাদীর অভিযোগ, প্রবীর শিকদার ইচ্ছাকৃতভাবে খন্দকার মোশাররফ হোসেন সম্পর্কে মিথ্যা ও অসত্য লেখা লিখে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন বলে মনে হয়েছে তার।