বুসান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো বাংলাদেশের ৩ চলচ্চিত্র
দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আসর শুরু হবে আগামী ৬ অক্টোবর; চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। এবারই প্রথম এই উৎসবে দেখানো হবে বাংলাদেশের তিনটি চলচ্চিত্র।
বুধবার উৎসবের অফিসিয়াল ওয়াবসাইটে মনোনয়ন পাওয়া চলচ্চিত্রের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে রয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর 'নো ল্যান্ডস ম্যান', আবদুল্লাহ মোহাম্মদ সাদের 'রেহানা মরিয়ম নূর' ও মোহাম্মদ রাব্বী মৃধার 'পায়ের তলায় মাটি নাই'র নাম।
বুসান চলচ্চিত্র উৎসবের প্রধান অনুষ্ঠান পরিচালক হু মুন-ইয়ং এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানান, এবার উদ্বোধনী আয়োজন স্বাভাবিক প্রক্রিয়াতেই অনুষ্ঠিত হবে। বিভিন্ন বিভাগে দেখানো হবে বিভিন্ন দেশের ২২৩টি চলচ্চিত্র।